Triangle (2009) Bangla Review

Triangle (2009) Bangla Review

 

রিতিমত মাথার ব্রেইন এর ব্যায়াম হয়ে যাবে হলিউডের এই মুভি দেখতে বসলে। তো আসুন সেরা হলিউডের মাথা নষ্টকরা মুভি সম্পর্কে যেনে আসি।

Movie Name- Triangle (2009)
Imdb: 6.9/10

 

মুভির গল্প বলার আগে একটা কথা না বললেই নয়ঃ এই মুভিটা দেখার সময় মাথা ঠান্ডা রেখে বসবেন।

কাহিনী সংক্ষেপ যদি বলি একটু স্পয়লার হতে পারে আগেই বলি:
সমুদ্রে ঘুরতে যায় জেস এবং তার সঙ্গীরা।কিছুক্ষণ পর ঝড় আসে। তাদের জাহাজ অকেজো হয়ে যায়। তারা অন্য জাহাজে উঠে যেখানে কোন লোক নেই। ঘটনাক্রমে বর্তমান জেস এমন একজন কে দেখতে পায় যে কিনা জেস এর অতিত রুপ 😮😮
ঘটনা এখানেই শেষ নয় পালাক্রমে সবাই খুন হয়। তবে অতিতের জেস কে ছাড়া
আর অতীত জেসকে নিয়ে আবার ঘটনার পুনরাবৃত্তি ঘটে।🙄🙄
আবার জাহাজ অকেজো,আবার অতীত জেস এর সাথে দেখা হয় আরও এক জেস এর এভাবে আবার পুনরাবৃত্তি সদস্যরাও খুন। বাস🤗
মুভির গল্প বলে আর কনফিউজড করবোনা😃

ভালো লাগা বলতে এই মুভি দেখে মাথার যথেষ্ট ব্যায়াম হইছে।

#নোটঃ এরকম আরও একটি মুভির সাজেশন আছে মাথা হ্যাং হয়ে যাবে আপনার সিউর যা ইউটিউব ১টা ভিডিওতে মুভিটা সম্পর্কে যেনে নিতে পারেন আর এই মুভির ইউটিউব লিংক ও পেয়ে যাবেন ভিডিওটিরই ডিস্ক্রিপশন এ তাই মুভি লিংক নিয়ে কোন চিন্তাই রইলোনা।
ভিডিওলিংক-https://youtu.be/_hcS6XbOkrM

Post credit:-

Riaz Mahmud Prantu

About regulartechbd

Check Also

নতুন বাংলা মুভি ডাউনলোড করার নিয়ম

নতুন বাংলা মুভি ডাউনলোড করার নিয়ম

নতুন বাংলা মুভি ডাউনলোড 2019-20। Bangla New HD movie Download   Bangla BD New HD …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *