Rogue planet কি?

Rogue planet কি?

 

সাধারন সংজ্ঞায় যে সব গ্রহ কোন নক্ষত্রকে আবর্তন করে না তাদের Rogue planet বলা হয়।
* এ গ্রহগুলো সাধারনত নক্ষত্রগুলো থেকে কোটি কোটি মাইল দূরে এক অন্ধকার স্থানে থাকে।


* নক্ষত্র ও সৌরজগত থেকে অনেক দূরে থাকে বলে সেখানো আলো পৌছানোর ব্যবস্থা নেই। ফলে গ্রহগুলিতে চিরকাল অন্ধকার থাকে।
* এ গ্রহগুলির আহ্নিক গতিও নেই, ধারনা করা হয় বেশিরভাগ rogue planet ই স্থির।
* প্রায় ৫০ বিলিয়ন rogue planet রয়েছে আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সিতে।

 

 

About regulartechbd

Check Also

“The Future of Money: Exploring the World of Crypto Currency”

“The Future of Money: Exploring the World of Crypto Currency”

Cryptocurrency: A New Era of Digital Currency Cryptocurrency has been making headlines in recent years, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *