Rogue planet কি?

Rogue planet কি?

 

সাধারন সংজ্ঞায় যে সব গ্রহ কোন নক্ষত্রকে আবর্তন করে না তাদের Rogue planet বলা হয়।
* এ গ্রহগুলো সাধারনত নক্ষত্রগুলো থেকে কোটি কোটি মাইল দূরে এক অন্ধকার স্থানে থাকে।


* নক্ষত্র ও সৌরজগত থেকে অনেক দূরে থাকে বলে সেখানো আলো পৌছানোর ব্যবস্থা নেই। ফলে গ্রহগুলিতে চিরকাল অন্ধকার থাকে।
* এ গ্রহগুলির আহ্নিক গতিও নেই, ধারনা করা হয় বেশিরভাগ rogue planet ই স্থির।
* প্রায় ৫০ বিলিয়ন rogue planet রয়েছে আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সিতে।

 

 

About regulartechbd

Check Also

ক্লাসে মনোযোগী হবার ৮টি সহজ উপায়!

ক্লাসে মনোযোগী হবার ৮টি সহজ উপায়!

ক্লাসে মনোযোগী হবার ৮টি সহজ উপায়!  সরিয়ে ফেলো মনোযোগ নষ্টের হাতিয়ার: আমাদের ক্লাসে মনোযোগী হবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *