আমাদের ওয়েবসাইটে পোষ্ট করুন
আসসালামু আলাইকুম
আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন।
আপনারা চাইলে এখন থেকে আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের পোস্ট করতে পারেন।
প্রথমে আপনাদেরকে আমাদের ওয়েবসাইটের নিচের ↓ দিকে Log In অপশন দেখতে পাবেন। সেখান থেকে Register এ প্রেস করুন।
তারপর নতুন একটি পেইজ ওপেন হবে। সেই পেইজে User Name এ আপনার নাম + যেকোনো নাম্বার একসাথে দিন , সাথে ইমেইল এ আপনার ইমেইল দিন, ঠিক Screenshot এর মত।
এরপর আপনার ইমেইলে Regular tech BD থেকে একটি মেসেজ আসবে। মেসেজটি ওপেন করুন এবং প্রথম লিংকটিতে প্রেস করুন।
এখন আপনার পছন্দ মত যেকোনো পাসওয়ার্ড দিন। আর অবশ্যই পাসওয়ার্ডটি মনে রাখবেন। এরপর Reset Password এ প্রেস করুন।
এরপর নতুন আরো একটি পেইজ Log in অপশন দেখতে পাবেন সেখানে প্রেস করুন।
তারপর আপনার User Name ও Password দিয়ে Log in করুন।
এইভাবে আপনারা Regular Tech BD ওয়েবসাইট এর একজন User হলেন।
এখন আমাদের ওয়েবসাইটে পোস্ট করতে হলে উপরে একটি (+) প্লাস অপশন দেখতে পাবেন, সেখানে প্রেস করে Post এ প্রেস করুন
তারপর আপনারা পোস্ট করার অপশন পেয়ে যাবেন।
এখানে, শুরুতেই Add title এ আপনার পোস্ট এর টাইটেল দিন
তারপর কিছুটা নিচে আরো একটি বড় বক্স দেখতে পাবেন সেখানে আপনার পোস্টটি লিখুন।
এখন আপনারা যদি পোস্টের সাথে কোনো ছবি যুক্ত করতে চান, তাহলে সরাসরি যুক্ত করার অপশন আমাদের ওয়েবসাইটে পাবেন না।
ছবি যুক্ত করতে চাইলে অন্য একটি ওয়েবসাইটের সাহায্য নিতে হবে। ওয়েবসাইটটির নাম হচ্ছে Imgbb
প্রথমে, নতুন একটি টেবে এই ওয়েবসাইটটিতে imgbb প্রবেশ করুন।
তারপর সেখানে আপলোড এর একটি অপশন পাবেন সেটায় প্রেস করুন।
এরপর আপনার ছবিটি আপলোড করুন।
ছবি আপলোড করার পর viewer link এ প্রেস করুন
ও Html full linked সিলেক্ট করুন।
এরপর একটি Html code এর বক্স দেখতে পাবেন সাথে সেই বক্সের ডানপাশে Copy অপশন দেখতে পাবেন, সেটায় প্রেস করে কপি করে নিন।
পুনরায় আমাদের ওয়েবসাইটের পোস্টের টেবে পিরে যান।
সেখানে আপনার দেখা পোস্ট বক্সটিতে সম্পূর্ণ পোস্ট লিখে Text বাটনে প্রেস করুন এবং কপি করা ছবির Html code টি পেস্ট করে দিন।
এই ক্ষেত্রে আপনার ছবিটি পোস্টের সাথে যুক্ত হয়ে যাবে।
আপনার পোস্ট সম্পূর্ণ হলে, কিছুটা নিচে Submit For Review বাটন দেখতে পাবেন, সেটায় প্রেস করলে আপনার পোস্টটি আমারা দেখতে পাবো। সাথে আপনার পোস্টটি যত দ্রুত সম্ভব Approve করবো।