Perseid Meteor Shower – উল্কাঝর্না
Perseid Meteor Shower – বাংলায় সম্ভবত উল্কাঝর্না বলা হয়।
এ বছর ১৭ জুলাই থেকে একটিভ হয়ে মোটামুটি ২৪এ আগস্ট পর্যন্ত থাকতে পারে। ১২ আগস্ট ধারনা করা হচ্ছে সবচেয়ে বেশি দৃশ্যমান হবে ।
এ সময় নাকি মোটামুটি ঘন্টায় ১০০টারও বেশি উল্কা দেখা যায়!
কেউ কি বলতে পারেন বাংলাদেশ থেকে এই শাওয়ার দেখা যায় কিনা, বা কেউ কি দেখেছেন? হলে কোথায় কোন সময় ভাল দেখা যায়?
আমার জীবদ্দশায় অনেকবারি এরকম দেখেছি আকাশে হুটহাট, কিন্তু জানিনা ওগুলো এই শাওয়ারের উল্কাঝর্না ছিল কিনা।