Kavaludaari south indian movie bangla review
মুভির নামঃ Kavaludaari(২০১৯)
IMDB রেটিংঃ ৮.১/১০
ভাষা-কান্নাড হলেও বাংলা সাবটাইটেল রয়েছে মুভিটির
এটি আমার দেখা ২০১৯ এর one of the best film from south india..যদি আপনি মার্ডার মিস্ট্রির ফ্যান হন তাহলে it’s a masterpiece for u..
বিশ্বাস করুন শুরুর ৫মিনিটের মাঝেই আপনি কাহিনীর ভিতর টইটুম্বুর খাবেন যেভাবে আমি খেয়েছিলাম!
মুভির গল্প যদি সর্ট করে বলি-
কন্সট্রাকশনের কাজ হচ্ছে সেখানে গর্ত করা হয়েছে তোহ সেখানে একটা বাচ্চা ছেলে ফুটবল খেলতে খেলতে সে গর্তে ফুটবলটা পরে যায় কিন্তু বাচ্চা ছেলেটা যখন নিচে নামে ফুটবলটা নেয়ার জন্য তখন দেখে একটা মানুষের মাথার খুলি যেখানে প্রায় ৪০বছর আগে মাটি দেয়া হইছিলো, আসলে একজন নয় বাচ্চাসহ তিনজনের মাথার খুলি পাওয়া যায়
৪০ বছর পুরোনো কোন মার্ডার কেস কিভাবে ২০১৯ এ একটি রোড ইন্সট্রাকশন সাইটে কিছু লাশের হাড় উদ্ধার হওয়ার মাধ্যমে সলভ করার চেষ্টায় উঠে পড়ে লাগে তা নিয়েই মুভিটি। গল্পের পরতে পরতে টুইস্ট। যারা একটু পর পর টুইস্ট পছন্দ করেন তাদের জন্য মাস্ট ওয়াচ।
BGM, প্লট আর প্রত্যেকটা চরিত্র সব কিছুই আগুন। and it’s a perfect suspense murder mystery flim.
এখন কথা হচ্ছে এই ট্রাফিক পুলিশ কি পারবে ৪০বছর আগে এই মার্ডার কেস সলভ করতে?
পারবে সত্যতা উদঘাটন করতে?
জানতে হলে আজি দেখে ফেলুন মুভিটি 🙂
আর এই মুভিটি অনেকগুলো ওয়েবসাইট এ রয়েছে।
#নোটঃ মুভিটি ডাউনলোড করতে যেকোনো সহযোগিতায় জানাতে পারেন ইনবক্সে। তবে কমেন্ট বক্সে লিংক লিংক করে গ্রুপের পরিবেশ নষ্ট করবেন না।
(POST COPIED FROM FACEBOOK)
POST CREDIT:-