HOW TO COMPLETE PUBG ROYAL PASS MISSION?

Pubg খুবই জনপ্রিয় একটি খেলা,যা মোটামুটি যারা গেমস খেলে সবারই পছন্দের একটি গেমস।পাবজি তে যে রয়েলপাস (Royal pass) MISSION রয়েছে তা আমরা সবাই Complete  করার চেষ্টা করি তাই আজ আমি আপনাদের বলবো RP Mission যা পরের সপ্তাহে আপনারা দেখতে পাবেন সেই গুলো আজ আপনাদের জানাবো।
.
.
.
#প্রথমে যারা “ELITEROYAL PASS” ক্রয় করেছেন তাদের মিশন গুলো বলছি।
1) kill 20 enemy in the Military base area.
মিলিটারি বেইসে নেমে ২০টি শত্রুকে দৌড়ে দৌড়ে মারুন।

2) Carry your teammates for a total of 5,000m while driving a buggy.
নিজের বন্ধুকে নিয়ে লম্বা সফরে চলে যান,তাও বাগ্যি নিয়ে।

3) Land of top of any Building in San Martin 3 times.
এই গরমের মধ্যে চলে যান মিনামার আর নেমে পরুন সেন্ট মার্টিন এর বিল্ডিংয়ের উপর।

4) kill 3 enemy with m24 in any mode.
স্নাইপার ট্রেনিয়ে গিয়ে M24 নিয়ে এনিমির মাথায় মারুন।

#এবার যারা ELITE ROYAL PASS ক্রয় করেননি তাদের মিশন(mission)।

5)Finish in the top 3,3time in the squad in classic mode.
টপ ৩ এ যেতে হবে ৩বার,তাও ক্লাসিস মুডে।

৬)Kill 10 enemies or more in a single match.
১ বারে ১০টি বা তার থেকে বেশি এনিমি মারতে হবে।

7)Kill 3 enemies with a vehicle.
৩টা এনিমিকে গাড়ি দিয়ে ডলে মারুন।

8)kill 20 enemies with M16A4.
২০জনকে মারুন তাও আবার M16A4 এই ফালতু গুলি নিয়ে।

9)Get a Smoke Grenade in 20 matches.
২০বার স্মুক গ্রেনেড নিতে হবে,ক্লাসিক ও আরকিড যে কোনো মুড হোক।

Thanks for Watching This Blog..

About regulartechbd

Check Also

আমাদের ওয়েবসাইটে পোষ্ট করুন

আমাদের ওয়েবসাইটে পোষ্ট করুন

আমাদের ওয়েবসাইটে পোষ্ট করুন আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আপনারা চাইলে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *