Chris Hemsworth এর আপকামিং একশন থ্রিলার মুভির ফার্স্ট লুক চলে এসেছে
“Dhaka”
যেখানে তিনি একজন মারসেনারির ভূমিকায় অভিনয় করবে, এবং কাজের জন্যই তাকে হায়ার করা হয় এক ইন্টারন্যাশনাল ক্রাইম লর্ডের কিডন্যাপ হওয়া ছেলেকে উদ্ধার করতে, যার জন্য তাকে বাংলাদেশে আসতে হয়।
মুভিটি দিয়ে ডেবিউ হবে ডিরেক্টর স্যাম হারগ্রেইভের। স্ক্রিপ্ট লিখেছেন রুশো ব্রাদার্সের জো রুশো, এন্থনি আছেন প্রডিউসার হিসেবে।
মুভিটি নেটফ্লিক্সে রিলিজ হবে ২৪ এপ্রিল।
যদিও মুভির গল্প 🇧🇩 বাংলাদেশকে ঘিরে, পিকটাতেও খেয়াল করলেই দেখা যাচ্ছে, দুইপাশেই কিছু দৃশ্য। একদিকে বাংলা লেখার রিকশা আর অন্যদিকে বাঙ্গালী নারী পোশাকে এক মেয়ে।
তবুও এর সম্পূর্ন দৃশ্য ধারন করা হয়েছে ভারতের কোনো জায়গায়, আর সেটকে তৈরী করা হয়েছে পুরো বাংলাদেশের মতো করে,
এখনতো এ ও শুনা যাচ্ছে মুভির নাম “ঢাকা” পরিবর্তন করে “Extraction.” হবে:see_no_evil::v:।