BANSHEE Series Bangla Review
Complete Series
Total Season: 4
Genre: Action, Crime, Thriller, Drama, Western, Mystery
8.4/10 • IMDb
90% • Rotten Tomatoes
.
মারাত্বকভাবে ১৮+ এলার্ট
.
রিভিউঃ
.
পেনসিলভেনিয়ার বানশি নামক একটি লিমিটেড শহরে ওয়েস্টার্ন আইনকানুন চলে। একদিন ঐ শহরের পুলিশি ডিপার্টমেন্টের শেরিফ কোনো এক কারণে নিহত হওয়ার পর একজন ধূর্ত চোর এই দায়িত্বটি পেয়ে যায় ও বনে যায় একজন যোগ্য শেরিফ ও বানশি শহরের ত্রাণকর্তা। সেখান থেকে শুরু হয় কাহিনী। প্রতিটি এপিসোডই খুব দারুণ। ওপেনিং সংটা না শুনলেই নয়। বিজিএম, সিনেমেটোগ্রাফী, একশন, রোমান্স,থ্রিল, ইমোশন,রিভেঞ্জ সবই আছে এই সিরিজে এককথায় বলতে গেলে অল ইন ওয়ান প্যাকেজ সিরিজ এটা। তাই এই সিরিজ দেখা মিস করবেন না। যারা ফাস্ট ও হাইপড সিরিজ চান তাদের জন্য এই মোস্ট আন্ডাররেটেড মাস্টারপিস সিরিজটি মাস্টওয়াচ