আসামুলায়কুম বন্ধুরা, আপানারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন।
আজকে আপনাদের জন্য এমন একটি ওফার নিয়ে আসছি যাতে আপনারা আরও ভালো থাকেন,
এবার আপনার Airtel সিম এ নিয়ে নিন ৮০ জিবি মাত্র ৩৯৮ টাকায়, মেয়াদ ৩০ দিন।
অর্থাৎ প্রতি জিবি মাত্র ৫ টাকা করে। Offer টি শেষ হওয়ার আগে লুফে নিন তারাতাড়ি।
এই MB আপনি 4G, 3G, 2G যেকোনো Network এ চালাতে পারবেন।
তো আর বেশি কথা না বলে শুরু করা যাক কিভাবে ওফারটি নিতে হয়…..
১। অফারটি নিতে হলে আপনাকে প্রথমে একজন রিটেইলার খুজতে হবে।
২। কারন শুধুমাত্র রিটেইলার এর কাছ থেকে এ অফার আপনি নিত্র পারবেন। কোনো রিচার্জের দোকানে এ অফার পাবেন না।
২। তবে রিচার্জের দোকানে যদি রিটেইলার থাকে, তাহলে নিতে পারবেন।
৩। রিটেইলার কে বলবেন আপনাকে রিটেইলার নাম্বার থেকে ৩৯৮ টাকার ৫ জিবি + ৭৫ জিবি বোনাস সহ অফারটা চালু করে দিতে, যার মেয়াদ থাকবে ৩০ দিন।
বেস কাজ শেষ, এবার আরামছে নেট চালান।