Season 9 এটি থাকবে ১৩ সেপ্টেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত।
আরপি(RP) আগের মত ২ভাবে আনলক করতে পারবেন।
আপনি ৬০০uc অথবা ১৮০০uc দিয়ে আনলক করতে পারবেন।
যদি ৬০০uc দিয়ে unlock করেন তাহলে আপনি RP ১ থেকে শুরু করতে হবে।
আর যদি ১৮০০uc দিয়ে Unlock করেন তাহলে, যা যা পাবেন তা নিচে দেওয়া হলোঃ
২৫RP + ১টা গাড়ির স্কিন(Infected Grizzly Dacia)+ ব্যাগের স্কিন+ ফ্রেম পাবেন।
আর এই সিজনে আপনার যদি ইলিটপাস না থাকে তাহলে আপনার জন্য একটি সুবিধা করে দিয়েছে পাব্জি আপনি আপনার বন্ধু কাছে ইলিটপাস চাইতে পারবেন,যদি আপনার বন্ধু ভালো হয় আপনাকে Elite Plus গিফট করবে।
চলুন এইবার আমাদের জন্য কি কি থাকছে কত আরপিতে জেনে নি।আর কি কি সবাই পাবে আর কোন গুলো শুধু বড়লোকেরা পাবে তাও বলবো।
RP 1 এ একটি লিজেন্ডারি ড্রেস আছে জা পুরাই অস্থির। সাথে পাবেন M249 এর স্কিন যা দেখলে আপনার আপনার মন খুশিতে নাচবে।
RP 10 এ পাবেন MVP এর নতুন স্টাইল।
RP 75 এ একটি ছবি পাবেন যা লিজেন্ডারি ড্রাগনের মাথা।
RP 80 এ হেলমেটের স্কিন পাবেন।
RP 85 এ পাবেন সাপোরা টুপি তাও আবার লিজেন্ডারি, যা মাথায় দিলে গায়ে বৃষ্টি পরবে না।
RP 90 এ পাবেন M16A4 এর লিজেন্ডারি অস্থির বেভেলের স্কিন।
RP 95 এ পাবেন সাপোরা লিজেন্ডারি মাস্ক।
RP 100 তে কি পাবেন সেটা না বলাই ভালো এটা সবার জানা আছে, দেওয়ার মত দেয়।
এখানে সামান্য কিছু লিক্স বলা আছে বাকি আরো অনেক কিছু আছে যা পরের বার জানাবো।
এই স্কিন পেতে হলে Crown এ জেতে হবে,Kar98 skin