365: Repeat the Year (2020) অসাধারণ ড্রামা ?

365: Repeat the Year (2020) অসাধারণ ড্রামা ?

 

365: Repeat the Year (2020) অসাধারণ ড্রামা ? ধরনঃ থ্রিলার, ফ্যান্টাসি, রহস্য, ক্রাইম, টাইম-ট্রাভেল
☣️ অনুবাদ ও সম্পাদনায়ঃ আকতার হোসেন
♻️ প্লটঃ
365: Repeat the Year জাপানি উপন্যাস “Repeat” কাহিনী অবলম্বনে নির্মিত।
আপনাকে যদি সুযোগ দেওয়া হয়,অতীতে গিয়ে নিজের ভুল গুলো শুধরানোর – তাহলে কী করবেন?
নিশ্চয় সুযোগটা কাজে লাগিয়ে অতীতে যাবেন এবং ভুলগুলো শুধরাবেন,যাতে ভবিষ্যত দিনগুলোও ভালোমতো কাটাতে পারেন।
তেমনি ড্রামায় ১০ জন মানুষকে সুযোগ দেওয়া হয় ১ বছর আগের অতীতে ফিরে যাওয়ার। জানুয়ারি ১১,২০২০ থেকে তাদের পাঠানো হয় জানুয়ারী১১, ২০১৯ সালে।
এই ১০ জন মানুষ ১ বছর আগের অতীতে ফিরে গিয়ে ভীষণ খুশি। সব ভুল শুধরাবে তারা। ২০১৯ এ তারা যা যা করতে পারে নি, এখন আবার ২০১৯ এ আসতে পেরে সব করবে তারা।
কিন্তু নিয়তি কখনো বদলানো সম্ভব না। ভালো কিছুর প্রত্যাশায় অতীতে ফিরে গিয়ে এই ১০ জন কঠিন বিপদের মুখোমুখি হয়। প্রথম সপ্তাহেই মারা যায় ২ জন!!!!
আর এখান থেকেই শুরু হয় সাস্পেন্স আর টুইস্ট। আচ্ছা মহিলাটা কেন সেই ১০ জন মানুষকেই এই সুযোগটা দিল?এইসব এর পিছনে অন্য কারোর হাত নেয় তো আবার? কি উদ্দেশ্য থাকতে পারে এইসব এর পিছনে?
এইসব কিছু জানার জন্য ড্রামাটা অবশ্যই দেখবেন। অনেক ইন্টারেস্টিং, সাস্পেন্স আর টুইস্ট দিয়ে ভরপুর ড্রামা।

About regulartechbd

Check Also

Triangle (2009) Bangla Review

Triangle (2009) Bangla Review

Triangle (2009) Bangla Review   রিতিমত মাথার ব্রেইন এর ব্যায়াম হয়ে যাবে হলিউডের এই মুভি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *