হার্ডডিক্সের কিছু অজানা তথ্য। কত দাম মেমরির দেখে নিন।

  • হার্ডডিস্ক ডাটা স্টোরেজ এর জন্য অন্যতম প্রধান একটি অংশ। হার্ডডিস্ক হলো একটি কম্পিউটার ষ্টোরেজ ডিভাইস। হার্ড ডিস্ক (এইচডিডি), হার্ড ডিস্ক, হার্ড ড্রাইভ বা ফিক্সড ড্রাইভ হলো ডাটা সংরক্ষণের যন্ত্র যা তথ্য জমা এবং পরবর্তী সময়ে পড়ার জন্য ব্যবহৃত হয়। এই পোষ্টের মাধ্যমে জানবো বর্তমান বাজারে বিদ্যমান মূল্যের ধারণা।সব সময় তো দাম এক থাকে না তাই।

হার্ড ড্রাইভের হিষ্টোরি শুরু হয় প্রায় ৬০ বছর আগে এবং প্রথম হার্ড ডিস্ক তৈরী করে IBM কোম্পানি। তারা সর্ব প্রথম হার্ড ডিস্ক তৈরী করে ১৯৫০ সালে এবং তখন থেকেই হার্ড ড্রাইভ সেকেন্ডারি ষ্টোরেজ ডিভাইস হিসাবে ব্যবহার করা হয়। ১৯৬০ সাল থেকে নন-ভোলাটাইল ষ্টোরেজ ডিভাইস এর জন্য প্রতিটি কম্পিউটারে কমপক্ষে একটি করে ।২০১৫ সালের তথ্যমতে, হার্ড ড্রাইভের প্রধান প্রতিযোগী প্রযুক্তি হল সলিড স্টেট ড্রাইভ (এসএসডি) প্রযু্ক্তিতে আসা ফ্ল্যাশ মেমোরি।

 

হার্ডডিস্ক সাধারনত দুই ধরনের হয়ে থাকে। ইন্টারনাল হার্ডডিস্ক এবং এক্সটারনাল হার্ডডিস্ক। প্রয়োজন অনুযায়ী কোনটা কিনবেন আর বাজেট অনুযায়ী হার্ডডিস্ক নির্ধারণ করতে নিচে হার্ডডিস্কের বর্তমান বাজার মূল্য দেয়া হলঃ

 

 
৫০০ জিবি পর্যন্ত মূল্যঃ সর্বনিম্ন ৭৫০ টাকা।

১ টিবি পর্যন্ত মূল্যঃ সর্বনিম্ন ৩৫০০ টাকা।
২ টিবি পর্যন্ত মূল্যঃ সর্বনিম্ন ৫৫০০ টাকা।
৩ টিবি পর্যন্ত মূল্যঃ সর্বনিম্ন ৭১০০ টাকা।
৪ টিবি পর্যন্ত মূল্যঃ সর্বনিম্ন ৯০০০ টাকা।

teg:hdd,harddisk,computer memory,SSD.

About regulartechbd

Check Also

পেগাসাস কি.?  পেগাসাস থেকে আপনার মোবাইল ফোন কে রক্ষা করার ৫টি গোপন টিপস।

পেগাসাস কি.? পেগাসাস থেকে আপনার মোবাইল ফোন কে রক্ষা করার ৫টি গোপন টিপস।

ফোন হ্যাক করা আজকের বিষয় নয়। এই নিয়ে বহু প্রমাণ ও অভিযোগ আগে পাওয়া গিয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *