শব্দহীন ভয়ংকর রুম

শব্দহীন ভয়ংকর রুম


উপরে ছবিতে যা দেখছেন সেটা যুক্তরাস্ট্রের মিনেসোটা অংগরাজ্যের এক জায়গার ছোট একটা রুম বা কামরা। এটা বিশেষ ভাবে নির্মিত রুম যা ৯৯% শব্দকে প্রতিরোধ করে, অর্থাৎ বাইরের কোন শব্দ এখানে ঢুকতে পারবেনা!

মজার ব্যাপার হলো আমাদের শরীর ও মন শব্দ শুনতে অভ্যস্ত, শব্দ শোনার জন্য সেটা টিউনড।

সুতরাং ঐ রুমে আপনি কিছুক্ষন থাকলে আপনি নিজের হার্টবিটের শব্দ, ফুসফুসের ফোস ফাস শব্দ, পাকস্হলির ভুটুর ভাটুর শব্দ সবই শুনতে পারবেন।

সেখানে আপনি নিজেই একটা শব্দ হয়ে পড়বেন। যেহেতু এত নিস্তব্ধতায় আপনার শরীর অভস্ত নয়, সেজন্য শরীরের ভারসাম্য বা ব্যালান্স রক্ষার জন্য আপনার বসবার জন্য একটা চেয়ার দরকার হবে।
হ্যাঁ আপনি দাড়িয়ে থাকতে পারবেননা!

সবচাইতে বিপদজনক হলো ঐ রুমে ৪৫ মিনিট থাকলে আপনি শ্রেফ
পাগল হয়ে যাবেন!

 

About regulartechbd

Check Also

ছাদে বাগান করলে ১০শতাংশ ট্যাক্স ছাড়

ছাদে বাগান করলে ১০শতাংশ ট্যাক্স ছাড়

ছাদে বাগান করলে ১০ শতাংশ ট্যাক্স ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী কিছু দিনের মধ্যেই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *