২০২০ এর তারিখ নিয়ে সতর্কতা

২০২০ এর তারিখ নিয়ে সতর্কতা:
——
অবশ্যই লক্ষ্য রাখবেন—
•নতুন বছরে নথিপত্রে তারিখ লেখার সময় সম্পূর্ণ সাল (২০২০) লেখা নিরাপদ
• যেমন ০১/০১/২০২০ লিখতে হবে
• সম্পূর্ণ সাল না লিখে ০১/০১/২০ লিখলে ঝুঁকি থেকে যাবে

• কোন অসাধু ব্যক্তি খুব সহজেই আপনার লেখা তারিখকে ০১/০১/২০০০ থেকে ০১/০১/২০১৯ পর্যন্ত যেকোন সাল বানিয়ে ফেলতে পারে

• এমন রূপান্তর করে আপনাকে পরে বিপদে ফেলতে পারে।

বি:দ্র: এমন সমস্যাকেবল ২০২০ সালেই দেখা দেবে।

—পরামর্শ:
❗️নথিপত্রে তারিখ লেখার সময় দিন ও মাসের পর সাল বর্তমানের মতো সংক্ষেপে না লিখে সম্পূর্ণ (২০২০) লিখুন

About regulartechbd

Check Also

“The Future of Money: Exploring the World of Crypto Currency”

“The Future of Money: Exploring the World of Crypto Currency”

Cryptocurrency: A New Era of Digital Currency Cryptocurrency has been making headlines in recent years, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *