হিন্দুদের উগ্রবাদী সংগঠন (ইসকন)

হিন্দুদের (ইসকন) নিয়ে পোস্ট দেওয়ার কারণে কওমী মাদরাসার আলেম মুফতি ছানাউল্লাহ চাঁদপুরী
গ্রেপ্তার। তার বিরুদ্ধে এখন ধর্ম অবমাননা ও রাষ্ট্রদ্রোহী মামলা করা হবে।

দেশটা কাহাদের দখলে এদেশে মূলধারা হেকমতি দাবীদাররা কবে বুঝবে?

 

মুসলিম দেশে মুসলিমের উপর জুলুম। এটা নিত্য নতুন ঘটনা নয় প্রতিদিন অহরহ ঘটছে।

দেখতে অবিকল মানুষের মত হলেও সবাই কিন্তু মানুষ নয় কিছু মানুষ রুপি অমানুষও আছে, যারা না জেনে না বুঝে নিজেকে মহাজ্ঞানী গর্দভের পরিচয় দিচ্ছে। উনি স্টেটাসে যে কথা গুলো বলছেন সেটা সত্য কথা। আপনি যদি মুসলিম হোন তাহলে মসজিদে আগুন লাগলে অবশ্যই আপনার কলিজায় আঘাত লাগবে সেটাই স্বাভাবিক। আর আল্লাহ তায়ালার পবিত্র ঘর মসজিদ বা নবী রাসুল কে নিয়ে কটাক্ষ করলে যদি আপনার মনে আঘাত না লাগে তাহলে আপনি মুসলিম নয় মুনাফিক যে কোন সময় ঈমান হারা হয়ে যেতে পারেন। উনি বলেছেন মসজিদে কারা আগুন জ্বালিয়েছে অপরাধীদের কে দ্রুত আইনের আওতায় আনার জন্য। কিন্তু আমাদের প্রশাসন তা না করে উনাকেই আইনের আওতায় নিয়ে আসছে বাহ কি মচৎকার স্বাধীন দেশ। ভাবতেই অবাক লাগে বাংলাদেশ একটি মুসলিম রাষ্ট্র।

আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করুন।

About regulartechbd

Check Also

খেজুর যেসব রোগের ওষুধ

খেজুর যেসব রোগের ওষুধ

খেজুর যেসব রোগের ওষুধ খেজুরকে বলা হয় রাজকীয় ফল। শুধু অতুলনীয় স্বাদ আর গন্ধের জন্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *