অনেকেই বলছেন হামাসের রকেট হামলা করে কি লাভ হলো?
১) যারা ভাবছেন যে হামাস এই হামলা না করলে পশ্চিমা বিশ্ব ইসরাঈলকে চাপ দিতো। এটা সবচেয়ে ভুল ধারণা। গত দুইদিন ধরে তারা মুখে তালা লাগিয়েছিল। হামাস কি তখন রকেট হামলা করেছে???পশ্চিমা মিডিয়া বলছে ইসরাইল নাকি টেরোরিস্ট এটাকে সম্মুখে। অথছ আল আকসা কান্ড নিয়ে কোনো রিপোর্টই দিচ্ছে না। তাই ইসরাঈল যত পাপ করুক এরা সেটা দেখবে না। এদের থেকে তা আশা করেন কিভাবে?
২) হামাসের রকেট হামলার ফলে হা মানুষের মধ্যে ভীতি জেগেছে। যদি এই রকেট হামলাগুলো না হতো ইসরাঈল একটি স্টেবল কান্ট্রিতে পরিণত হতো। ফলে বাহির থেকে আরো বেশি বেশি ইহুদি আসতো। এখন অনেক ইহুদিই ইসরাঈল নিরাপদ মনে করে না।এভাবে ওদের ভীতির মধ্যে রেখে দেশ ত্যাগ করাতে হবে।