স্পেস শাটল কিভাবে তাপমাত্রা উচ্ছ সয্য করে?
একটি স্পেস শাটল পৃথিবীতে রিএন্ট্রি করার সময় ১৬৫০ ডিগ্রি সেলসিয়াস বা ৩০০০ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা সয্য করতে হয়।কিন্তু কিভাবে স্পেস শাটল এত তাপমাত্রা সয্য করে?.
স্পেস শাটল গুলোতে তাপমাত্রা শুষে নেওয়ার জন্য সাধারণত দুই ধরনের টেকনোলজি ব্যবহার করা হয়।একটি এব্লেটিভ টেকনোলজি।আরেকটি
ইন্সুলেটিং টাইল টেকনোলজি।
#এব্লেটিভ টেকনোলজিতে এক ধরনের প্রতিরক্ষা পরত ব্যবহার করা হয় যেটি বায়ুমণ্ডলে ঢোকার সময় উত্তপ্ত হয়ে গলে যায়। ফলে যে তাপ উৎপন্ন হয় তা এই প্রতিরক্ষা পরত শুষে নেয়। এপোলো স্পেসক্র্যাফট গুলিতে এই টেকনোলজি ব্যবহার হয়েছে।
#আর ইন্সুলেটিং টাইল টেকনোলজিতে স্পেস শাটলে এক বিশেষ ধরণের সিলিকা টাইলস ব্যবহার করা হয়। সিলিকা বা সিলিকন ডাই অক্সাইড অবিশ্বাস্য ভাল ইন্সুলেটর। এরোব্রেকিং টাইলস তৈরি করা হয় সিলিকা ফাইবার দিয়ে। একে চাপে ও তাপে এর পোরোসিটি ৯৩% করা হয় যার কারণে এর ভর হয় খুবই পাতলা, প্রচন্ড উত্তাপে আকারে বৃদ্ধি পেতে পারে, তাপ পরিবহন ক্ষমতা কমে যায় এবং তাপমাত্রা হঠাত ওঠানামা সহ্য করতে পারে। এই সিলিকা টাইলস বায়ুমন্ডলের ফেরত আসার সময়কার উচ্চ তাপমাত্রাকে স্পেস শাটলের আসল শরীরকে স্পর্শ করতে দেয় না।স্পেস শাটলের নাকে এবং নিচে ও ডানায় কালো রঙের প্রলোপই হলো ইন্সুলেটিং টাইল।
Cradit:- SHOHEL ADNAN