সুয়াগঞ্জ টি এ হাইস্কুল এন্ড কলেজ এর আন্তঃশ্রেণী ফুটবল ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ছাত্র ছাত্রীদের একাংশ। বিস্তারিত জানতে ভিজিট করুন।

খেলাধুলা মানুষের শরীর ও মন সতেজ করে। বলা হয়ে থাকে- (স্বাস্থ্যই সম্পদ)। আর সুস্থ শরীরই মানুষকে দান করতে পারে দুর্দম তেজস্বিতা ও উদম্য উদ্দীপনা। জীবনে স্বাস্থ্যের অপরিহার্যতার কথা বিবেচনা করে মানুষ সুস্থ শরীরের জন্যে যুগ যুগ ধরে খেলাধুলার অনুশীলন করে আসছে। দেহের পেশি গঠনে খেলাধুলা সহায়ক ভূমিকা পালন করে। দেহকে সুস্থ, কর্মক্ষম ও প্রাণ-প্রাচুর্যে পূর্ণ করার জন্যে খেলাধুলা অপরিহার্য। সুস্থ শরীর মনের যে শক্তি ও সুদৃঢ় বুনিয়াদ রচনা করে দেয়, তাতে মানুষ পরবর্তীকালে জীবনযুদ্ধে মনোবল হা হারিয়ে সামনে এগিয়ে যাওয়ার সামর্থ্য অর্জন করে।

সুয়াগঞ্জ টি এ হাইস্কুল এন্ড কলেজ (২০১৯)এর আন্তঃশ্রেণী ফুটবল ফাইনালে জয় লাভ করেন নবম পদ্মা। দীর্ঘ সময় নিয়ে খেলাটি অনুষ্ঠিত হয়।

সেমি ফাইনালে উঠেছিল,
১/নবম পদ্মা
২/নবাব মেঘনা
৩/অষ্টম শ্রেণীর
৪/সপ্তম শ্রেণি

নবম পদ্মা +নবম মেঘনা= নবম পদ্মা
অষ্টম শ্রেণি+ সপ্তম শ্রেণীর=অষ্টম শ্রেণি

ফাইনালে জয় লাভ করে
নবম পদ্মা + অষ্টম শ্রেণীর=নবম পদ্মা

আভিনন্দন নবম শ্রেণীর সকল শিক্ষার্থীদের।

About regulartechbd

Check Also

মুসলিম বিজ্ঞানী প্রথম ক্যামেরা আবিষ্কার করেছিলেন !

মুসলিম বিজ্ঞানী প্রথম ক্যামেরা আবিষ্কার করেছিলেন !

মুসলিম বিজ্ঞানী প্রথম ক্যামেরা আবিষ্কার করেছিলেন ! প্রথম ক্যামেরা আবিষ্কার করেছিলেন এক মুসলিম বিজ্ঞানী, তাঁর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *