সাইবার অপরাধের বিরুদ্বে যেভাবে পদক্ষেপ নিবেন
বাংলাদেশে সাইবার অপরাধ দিন দিন বেড়েই চলেছে।বর্তমানে অনেকেই ব্যাকমেইলের শিকার হচ্চে।কিছু অসাধু ব্যক্তি সমাজে আতংক ছড়াতে অথবা নিজের অসৎ উদ্দেশ্য অর্জন করতে এই ধরনের অপরাধে লিপ্ত হচ্ছে ।
এখন ধরুন আপনার সাথে অথবা আপনার পরিবারের কারো ফেসবুক একাউন্ড কোনো হ্যাকার হ্যাক করে নেয় । য়েহেতু আমাদের অনেকের ফেসবুক একাউন্ডে অনেক গোপনীয় অথবা ব্যক্তিগত তথ্য থাকে তাহলে হ্যাকার ঐসব তথ্য দিয়ে খুবই সহজে ব্যাকমেইল করতে পারে । এই ধরনের সমস্যায় পড়লে করণীয় কি সেটাই আজকের এই ব্লগে বলব।
প্রথমে আপনি আপনা্র নিকবর্তী থানায় একটি ডায়েরি/মামলা করুন ।তারপর মামলার একটি কপি নিয়ে নিন।
এই ক্ষেত্রে যদি পুলিশের উপর নির্ভর থাকি তাহলে আমাদের সমস্যার সমাধান সহজে হবে না।তাই আমরা অনলাইনে বাংলাদেশ কাউন্টার টেরোরিজম ইউনিটের কাছে একটি রিপোর্ট জমা দিব।
এর জন্য প্রথমে প্লে স্টোর থেকে HELLO CT ওয়েবসাইটটি ডাওনলোড করব।তারপর সাইবার অপরাধ অপশনটিকে প্রেস করব । এরপর এখানে আপনার সমস্যাটি বিস্তারিত লিখুন তারপর আপনার সঠিক ঠিকানা দিন।এখানে ছবি একটি অপশন দেখতে পাবেন সেটায় প্রেস করে থানা থেকে নেওয়া জিডি কপিটির ছবি উঠিয়ে দিয়ে দিন ।
এরপর জমা দিন এ প্রেস করলেই আপনার রিপোর্টটি জমা হয়ে যাবে।আশা করি খুব দ্রুত আপনার সমাধার পাবেন।
এই ধরনের আর্টিকেল পড়তে এখানে ক্লিক করুন
Teg: Fight against cyber crime in bangladesh,cyber crime,সাইবার অপরাধের