সর্বকালের সেরা কয়েকটি সাইন্স ফিকশন মুভি

সর্বকালের সেরা কয়েকটি সাইন্স ফিকশন মুভি

সাইন্স ফিকশন মুভি হচ্ছে কল্প-বিজ্ঞান চলছিত্র । যেখানে VFx ও CGI এর সমন্বয়ে এক অন্য জগতের কল্পনিক রূপ আমরা দেখতে পাই । বর্তমানে প্রায় সকল মুভি লাভার সাইন্স ফিকশন মুভি দেখতে পছন্দ করেন । নিচে সর্বকালের সেরা কয়েকটি সাইন্স ফিকশন মুভির লিস্ট দেওয়া হলো । আশা করি মুভি গুলো দেখার পর আপনাদের কাছে ভালো লাগবে । 

#সায়েন্স_ফিকশন_মুভি
1. The Martian (2015)
2. interstellar(2014)
3. Inception (2010)
4. Ready Player One(2018)
5. Back To The future trilogy
6. Blade Runner Series
7. Alien series ( প্রথম দুইটাই বেস্ট ছিল)
8. Minority Report (2002)
9. Twelve Monkeys (1995)
10., Butterfly Effect (2004)
11. Avatar (2009)
12. Star Wars series (অরিজিনাল টিলজি মানে 1977,1980 আর 1983 এর টা মাস্ট দেখবেন)
13. District 9(2009)
14. The Matrix Trilogy

মুভি গুলো দেখলে আপনাদের সময় নষ্ট হবে না ।

About regulartechbd

Check Also

নতুন বাংলা মুভি ডাউনলোড করার নিয়ম

নতুন বাংলা মুভি ডাউনলোড করার নিয়ম

নতুন বাংলা মুভি ডাউনলোড 2019-20। Bangla New HD movie Download   Bangla BD New HD …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *