লিনাক্স ফাউন্ডেশন একটি অলাভজনক প্রতিষ্ঠান। তাদের বিভিন্ন কাজের মধ্যে একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে লিনাক্স-এর উপর বিভিন্ন কোর্সের আয়োজন করা। তেমন একটি কোর্স হচ্ছে লিনাক্স পরিচিতি (Intro to Linux)। কোর্সটি করতে আপনাকে গুনতে হবে $2400 (হুম, ঠিক দেখছেন, দুই হাজার চারশ ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় এক লক্ষ পঁচাশি হাজার টাকা)। এই কোর্সটি অনলাইন কোর্স হিসেবে ফ্রি নিয়ে আসছে এডএক্স। আগষ্টের এক তারিখ থেকে লিনাক্স ফাউন্ডেশনের সাথে যৌথভাবে তারা এই কোর্সটি শুরু করবে।
চল্লিশ থেকে ষাট ঘণ্টার এই কোর্সটি পড়াবেন ডঃ জেরি কুপারস্টেইন, যিনি লিনাক্স ফাউন্ডেশনের সব ট্রেনিং কনটেন্ট দেখাশোনা করেন। যাদের কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতা আছে কিন্তু লিনাক্স সম্পর্কে কিছুই জানেন না, বা খুব কম জানেন, তাদের জন্য কোর্সটি উপকারি হবে। আর কোর্সটি করার আগে আপনার কম্পিউটারে লিনাক্স ইনস্টল করে নিতে ভুলবেন না।
কোর্সের লিঙ্ক : https://www.edx.org/course/linuxfoundationx/linuxfoundationx-lfs101x-introduction-1621