মঙ্গল গ্রহে রোভারের ল্যান্ডিং এর ভিডিও কিভাবে তোলা হয়?

রোভারের ল্যান্ডিং এর ভিডিও কিভাবে তোলা হয়?

যে গ্রহ বা উপগ্রহে রোভার পাঠানো হয়, সেখানে সাধারণত অরবিটার আর রোভার এডজাস্ট অবস্থায় পাঠানো হয়। একটা নির্দিষ্ট দুরুত্বে যেয়ে রোভার টি অরবিটার থেকে আলাদা হয়ে যায়। এরপর রোভার যখন লান্ড করে, অরবিটার তখন ওই গ্রহকে অরবিট করতে থাকে..!
রোভার যখন পৃথিবীতে সিগনাল পাঠায়, তখন তা প্রথমে ওই অরবিটার কে পাঠায়, আর অরবিটার ওটাকে পৃথিবীতে ট্রান্সমিট করে। রোভার এর ল্যান্ডিং এর রিয়েল ভিডিও ওই অরবিটার ই ক্যাপচার করে। কিন্ত আমরা যে ভিডিও গুলা পাই, তার প্রায় সব গুলাই এনিমেটেড আর VFX এর মাধ্যমে তৈরি করা। 😊😊😊
বিঃদ্রঃ-ইউটিউব এর মহাকাশ রিলেটেড বিভিন্য ভিডিও থেকে জেনেছি। আমার জানার মধ্যে ভুলও থাকতে পারে৷
 Cradit: Ali Hossain

About regulartechbd

Check Also

“The Future of Money: Exploring the World of Crypto Currency”

“The Future of Money: Exploring the World of Crypto Currency”

Cryptocurrency: A New Era of Digital Currency Cryptocurrency has been making headlines in recent years, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *