রহস্যময় সূর্য

রহস্যময় সূর্য

চাঁদ বা সুর্যের চারপাশে যে একটি আলোর বৃত্তের বলয় দেখা যায় তার নাম দিয়েছেন বিজ্ঞানীরা বর্ণবলয় (colour halo)। প্রশ্ন হচ্ছে এটি কেন সৃষ্টি হয়? এক্ষেত্রে একটি কথা আছে ইংরেজীতে,
Ring around the moon, means rain soon.
প্রসংগ সূর্য বলয়
আজ সকাল থেকেই অনেকেই ফেইসবুক পোস্ট দিয়েছেন এবং অনেক মন্তব্য করছেন।
আসলে সূর্য বলয় নিয়ে আতংকিত হওয়ার কিছু নাই।
আমরা জেনে নেই সূর্য বলয় আসলে কি-
বিশেষজ্ঞদের কথায়, ‘এটি একটি স্বাভাবিক প্রাকৃতিক দৃশ্য। যার নাম ‘সূর্য-বলয়’। বর্ষার ঠিক আগে বা পরে ভূপৃষ্ঠ থেকে পাঁচ-দশ কিলোমিটার উঁচুতে আকাশে যখন জমাট মেঘতৈরি হয়, তখনই এই ধরনের সূর্য-বলয় তৈরির সম্ভাবনা তৈরি হয় ৷ আসলে অনেক সময়ই মেঘে জমাট শিলার ভেতর দিয়ে আলো আসার সময় আলোর প্রতিসরণ ও বিচ্ছুরণের ফলে এই বলয় তৈরি হয়। সেই শিলার অবস্থানের জন্যই এই বলয় তৈরি হয়। এই বলয় থাকার অর্থ ভবিষ্যতে বৃষ্টি নামার সমূহ সম্ভাবনা।
এটা নিয়ে আতঙ্কিত বা বিচলিত হওয়ার কিছু নেই এটাকে সূর্যের বলয় বলা হয়,,,
এতে ক্ষয়ক্ষতির সম্ভাবনা নেই ইনশাআল্লাহ

About regulartechbd

Check Also

মুসলিম বিজ্ঞানী প্রথম ক্যামেরা আবিষ্কার করেছিলেন !

মুসলিম বিজ্ঞানী প্রথম ক্যামেরা আবিষ্কার করেছিলেন !

মুসলিম বিজ্ঞানী প্রথম ক্যামেরা আবিষ্কার করেছিলেন ! প্রথম ক্যামেরা আবিষ্কার করেছিলেন এক মুসলিম বিজ্ঞানী, তাঁর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *