রহস্যময় মহাকাশের খালি জায়গা??

রহস্যময় মহাকাশের খালি জায়গা

Bootes void: পৃথিবী থেকে ৭০ কোটি আলোকবর্ষ দূরে মজুদ আছে। যার আয়তন ৩০ কোটি আলোকবর্ষ। এই ৩০ কোটি আলোকবর্ষ জোড়ে মাত্র ৬০টি গ্যালাক্সি খোঁজে পাওয়া গেছে।

venatice super void: পৃথিবী থেকে ১৫০ কোটি আলোকবর্ষ দূরে অবস্থিত। যার আয়তন ১৩০ কোটি আলোকবর্ষ। এই ১৩০ কোটি আলোকবর্ষ জোড়ে মাত্র ১৭টি গ্যালাক্সি খোঁজে পাওয়া গেছে।

Kbc void: এখন পর্যন্ত পাওয়া সব থেকে বড় ভয়েড। যার আয়তন ২০০কোটি আলোকবর্ষ। পৃথিবী থেকে যার দূরত্ব ০। হ্যাঁ আপনি ঠিকি শুনছেন। সত্যি অর্থে আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সি আর লোকালগ্রুপ এই ভয়েডের মধ্যে আছে। এমনটা মনে করা হয় আমার মিল্কিওয়ে এই সেন্টার থেকে মাত্র ১-২ আলোকবর্ষ দূরে আছে। ভয়েড, মানে হচ্ছে মহাবিশ্বের ওই স্থান যেখানে একদম অন্ধকার, মানে কয়েক লক্ষ, বা কয়েক কোটি আলোকবর্ষ জোড়ে শুধুই অন্ধকার। মানে আমরা নিজেরাই বাস করছি এই ভয়েডের মাঝে। আমাদের পাশের ছায়াপথ এন্ড্রোমিডাও এই ভয়েডের মধ্যে আছে। ভয়েড হচ্ছে ওই স্থান যেখানে কয়েক হাজার গ্যালাক্সি থাকার কথা সেখানে মাত্র ৫০-৬০ টা গ্যালাক্সি থাকে।

About regulartechbd

Check Also

ইংলিশে প্রশ্ন করার সহজ নিয়ম । English Grammar Class -3

ইংলিশে প্রশ্ন করার সহজ নিয়ম । English Grammar Class -3

ইংরেজিতে কীভাবে প্রশ্ন করতে হয়? ইংলিশে অনেক ধরনের প্রশ্ন থাকে কিন্তু সব গুলো প্রশ্নই ৪টা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *