যে মুভি কখনো দেখতে পারবেন না !
যদি বলি এমন একটা মুভি রিলিজ পেতে চলেছে, যেটার রিলিজ ডেট নির্ধারণ করা হয়ে গেছে, তবুও আপনি কখনোই দেখতে পাবেন না!! বিশ্বাস হবে?
হ্যাঁ, আপনি কখনোই দেখতে পাবেন না এই মুভি টা, কারন এই মুভি দেখার জন্য আপনি এতদিন বেচে থাকতে পারবেন না!
১৮ নভেম্বর ২১১৫ সালে মুক্তি দেওয়া হবে এই মুভি!
মুভির নামঃ 100 Years – The movie you will never see
এই মুভির ডিরেক্টর Robert Rodriguez!
এবার বলুন ২১১৫ সাল পর্যন্ত বেচে থাকতে পারবেন এই মুভি দেখার জন্য?
প্রথম যখন এই বিষয় টা জানতে পারলাম, খুব অবাক হয়েছিলাম!
মূলত এটা একটা সাইন্স ফিকশন মুভি! এই মুভির গল্প সিক্রেট রাখা হয়েছে।
কি এমন আছে এই মুভি তে, যেটা ৯৫ বছর পর রিলিজ হবে?
কেও কেও ধারনা করছে টাইম মেশিন এর মাধ্যমে ২১১৫ তে গিয়ে মুভি টা তৈরী করা হয়েছে!
কিন্তু এগুলো বিশ্বাস যোগ্য নয়, অন্তত বর্তমানে!
আমার ধারনা, যদি এমন কিছু সত্যিই করে থাকে ডিরেক্টর মশাই, তাহলে মুভি টা তৈরী করা হয়ে গেছে এবং সেটা যত্ন করে রেখে দেওয়া হয়েছে ৯৫ বছর পর মুক্তি দেওয়ার জন্য!
ডিরেক্টর নিজেও এই মুভি দেখে যেতে পারবে না!
ডিরেক্টর হয়তো মৃত্যুর আগে তার ছেলে কে বলে যাবে “নে, বাবা, এই মুভি টা যত্ন করে রেখে দে, ৯৫ বছর পর মুক্তি দিবি” 😄😄
সেই ছেলে আবার মরে যাওয়ার আগে তার ছেলে কে বলে যাবে “এই নে, তোর দাদা আমাকে এটা দিয়েছিলো, এখন থেকে এটা তোর দায়িত্বে থাকবে” 😂😂 আর এভাবেই হয়তো ঘটবে বিষয় গুলো! যদিও এটা আমার পারসোনাল মতামত!
আসলে বলতে গেলে পুরোটাই রহস্য! নির্দিষ্ট করে কিছু বলা সম্ভব না! কিছু কিছু ব্লগে এটা নিয়ে ডিসকাশন করতে দেখেছি, তাই গ্রুপে আপনাদের সাথে শেয়ার করলাম বিষয় টা!
এই বিষয় নিয়ে আপনার কোন মতামত আছে? থাকলে কমেন্ট করে জানাতে পারেন, আমরা জানতে আগ্রহী!
ধন্যবাদ 😊☺️
post credit:Fsm Shohag