একটা ট্রাক লাশ নিয়ে নোয়াখালী থেকে বরিশাল যাচ্ছে পথের মধ্যে ড্রাইভার চায়ের নেশা ধরলো।
তাই পথের মধ্যে গাড়ি থামিয়ে ড্রাইভার & হেলপার চা খেতে নামল।
তারা দোকানে বসে চা খাচ্ছে। এইদিকে একটা লোক বন্ধুদের সাথে আড্ডা দিয়ে অনেক রাত হয়ে গেছে।
গাড়ি না পেয়ে রাস্তায় বসেছিল।
লোকটা এখন লোকটির ট্রাকটি দেখে ভাবলেন এই ট্রাকটি খালি — ওদের না দেখিয়ে ওঠে পরি।
যেমন ভাবনা তেমনি কাজ ওঠে পড়ল ট্রাকে। ট্রাকে ওঠে লাশটার ওপর বসে পড়ল।
কারন, অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না।
অতঃপর ( ড্রাইভার & হেলপার) চা খাওয়া শেষ করে গাড়ি চালিয়ে যাচ্ছে।
কিচ্ছুক্ষণ পড় ট্রাকে বসা লোকটা একটা সিগারেট ধরে মনের সুখে টানতে লাগল।
হঠাৎ হেলপার দেখলো পিছনে লাশটা বসে সিগারেট টানছে। হেলপার ভয়ে ভয়ে বলল
হেলপারঃ– ওস্তাদ গাড়ি থামান?
ওস্তাদঃ– কেন
হেলপারঃ– দেখেব লাশটা বসে সিগারেট টানছে
ওস্তাদঃ– দূর বেটা এইটা কেমনে হয়?
হেলপারঃ– দেখেন না আপনি ওস্তাদ আমি ভাগলাম এবার দুইজনে ( ড্রাইভার & হেলপার) গাড়ি থেকে নামল দেখার জন্য যে ব্যাপারটা কি
লাশের ওপর বসে থাকা লোকটা সিগারেট টানতে টানতে বললঃ– কিরে গাড়ি থামালি কেন?
এই শুনে ওস্তাদ বলল এবার কাম সারছে অতঃপর দূইজনে মিলে দিল খিচ্ছা দৌড়। দৌড়ের দূশ্য দেখে লোকটা ভাবলো মনে হয় কোনো সমস্যা হইছে।
নইলে ওরা দৌড় দিল কেন?
সেও ওদের পিছনে দিল দৌড়। হেলপার পিছনে তাকাইয়া দেখে লাশটা ওদের পিছনে দৌড়াইতাছে।
হেলপার বললঃ ওস্তাদ আজ আর রক্ষা নেই ঐ লাশটা ও আমাদের পিছনে দৌড়াচ্ছে তারাতারি জান বাঁচাইয়া ভাগেন।
- বিয়ের যাত্রীসহ ট্রেনের নিচে মাইক্রোবাস।
- যেমন কর্ম তেমন ফল।
- জীবন সংকটে মধ্যে। হে আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন।
- টেলিভিশন দেখে এ কি পরিণাম। সময় থাকতে আপনি সাবধান।
- গোস্বা বা রাগ এর প্রতিকার।
- মানুষ কিভাবে পাপী হয়ে উঠে।
- দোয়া কবুল না হওয়ার কারণ।
- মূল্যবান চোখের জল।
- কঠিন বিপদ থেকে বাঁচার উপায়।
- মিথ্যা ও গীবত এর ভয়ংকর পরিণাম
- হিংসা প্রসঙ্গে