মোবাইলের দিয়ে কম্পিউটার নিয়ন্ত্রণ করুন
প্রথমে আপনার মোবাইলে প্লেষ্টোর থেকে Chrome Remote Desktop এপটি ডাওনলোড করে নিন।তারপর আপনার কম্পিউটারে Chrome Bowser ডাওনলোড করে নিন । তারপর কম্পিউটারে Chrome এ গিয়ে গুগলে সার্চ দিন Chrome Remote Desktop |
এখানে প্রথমে যে পেইজটি আসবে সেখানে গিয়ে Chrome Remote Desktop Extension ডাওনলোড করে নিন ।
নিচে স্কিনসর্ট এ যেমনটা দেখতে পারছেন সেখানে ক্লিক করুন ।
তারপর কিছুক্ষণ অপেক্ষা করুন।
এখন একটি সফটওয়্যার ডাওনলোড হবে।
সফটওয়্যারটি ইনসটল করুন।
তারপর আপনার জিমেইল দিয়ে লগিন করুন ।
এবার ছয় নম্বরের পিন দুই বার দিন।
এখন আপনার মোবাইলে Chrome Remote Desktop এপটি ওপেন করুন।তারপর ডানপাশে থ্রি ডট এ প্রেস করে আপনার সেই জিমেইলটি দিন যেটি দিয়ে কম্পিউটারে লগিন করেছিলেন ।
তারপর আপনার কম্পিউটারের নাম দেখতে পাবেন সেখানে প্রেস করুন ।
এখন পিন চাইবে।যেটি আপনি পূর্বে কম্পিউটারে দিয়েছিলেন সেই ছয় নম্বরের পিনটি দিন ।
কিছুক্ষন অপেক্ষা করার পর আপনি দেখতে পাবেন আপনার কম্পিউটারের স্কিন।এখন আপনি আপনার কম্পিউটারকে ইচ্ছে মত নিয়ন্ত্রণ করতে পারবেন।
যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমাদের ভিডিও টিওটোরিয়ালটি দেখুন।
এই ধরনের আরো টিওটিারিয়াল পেতে এখানে ক্লিক করুন
teg: মোবাইলের দিয়ে কম্পিউটার নিয়ন্ত্রণ করুন,control pc by android,control pc,remotely control