মৃত্যুপূরী ২০২০ সাল
আমাদের শাস্তিভোগ বিশ্ববিপর্যের ৩ টি নাম। সামনে আসছে পৃথিবীতে দিকে ধেয়ে Asteroide 1998 OR2 যেটার কথা বিজ্ঞানীরা ২৯ এপ্রিল, ২০২০ পৃথিবীতে আঘাত হানার কথা বলে আর এটা ঠিক আগামী রমজানে। একটি পাথর আঘাত হানলে ৭০ হাজার মানুষ বধির ও বোবা হবে। কিন্তু এই বিশ্বে যা কিছু হচ্ছে সব আমাদের পাপের ফল।
আমরা মৃত্যুকে ভয় পায় কিন্তু জাহান্নামের আগুন থেকে রক্ষা পাওয়ার জন্য নিজেদের ঈমানটা কে রক্ষা করছি না। ইমাম মাহদী (আঃ) আগমন নিয়েও অনেকে অনেক কিছু বলছেন।তালেবানের সাথে আমেরিকার যুদ্ধক্রান্ত চুক্তি অনেকটা বেশি আশ্চর্য করেছে। পারমাণবিক অস্ত্রের কাছে এই আমেরিকা, রাশিয়ার মত বৃহৎ শক্তিধর রা মাথা নুয়েছে।
কি হচ্ছে পুরা পৃথিবীজুড়ে, কোরআনের আলোকে শেষ জামানার সব লক্ষন গত ২০ বছরের মাথায় সবকিছুই দেখা দিয়েছে। এই অদ্ভুদ অদ্ভুদ রোগের উৎপত্তি এবং বিশ্ব স্থবিরতা মাঝে একমাত্র আল্লাহতালার হুকুমাতে সব কিছু স্থবির। সামনেই আসছে রমজান। মহান আল্লাহ তা’আলা চাইলেই সব কিছু ঠিক আগের মত সুন্দর করে দিতে পারেন। মহান রব আমাদের হেফাজত করুক। আমিন