মহান আল্লাহ পাক কান্নাকে খুব ভালোবাসেন। তিনি চান তার বান্দা-বান্দীরা কাঁদুক। প্রাণভরে কাঁদুক । এর দ্বারা এদের মন নরম হবে।হৃদয় বিগলিত হবে আর আল্লাহর সাথে প্রেমের সেতুবন্ধন তৈরি হবে।
মুসলিম বিশ্বের অভিসংবাদিত মুহাদ্দিস শাইখুল হাদীস হযরত যাকারিয়া (রহ:) লিখেছেন-
আল্লাহ পাক বান্দার তিনটি কাজ কে খুব পছন্দ করেন। তার মধ্যে একটি হলো স্বীয় গুনাহের কথা স্মরণ করে অনুতপ্ত হয়ে কাঁদা।
কিন্তু পরিতাপের বিষয় এই যে, আমরা কাঁদি না। কাঁদতে জানি না। আল্লাহ পাক বলেন আমার ভান্ডারে কোন কিছুর অভাব নেই। সবকিছু আমার কাছে রয়েছে পর্যাপ্ত পরিমাণে। কিন্তু এ ভান্ডার থেকে কিছু নিতে হলে কিছু চোখের পানি প্রয়োজন। প্রয়োজন এমন লোকের যে আন্তরিকভাবে কাঁদতে পারে। পরে বিগলিত হৃদয়ে অশ্রু বিসর্জন দেয় । প্রিয় ভাই বোন বিশ্বাস করুন, আপনারা যদি কোনো কিছুর প্রয়োজন হলে তখন যদি আপনি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে চাইতে পারেন, তাহলে আল্লাহ পাক আপনাকে তা দিবেনই দিবেন। বিপদ থেকে অবশ্যই উদ্ধার করবেন। তবে অন্য কিছুতে মঙ্গল নিহিত থাকলে তখন অবশ্য আপনার প্রার্থীত জিনিসটি না দিয়ে আপনার জন্য কল্যাণের তা-ই দিবেন। যদি আপনি চাওয়ার মত চাইতে পারেন। যদি আপনার খানাপিনা হালাল হয়। কেন না হারাম খেয়ে দোয়া করলে সে দোয়া কবুল হয় না।