মুসলিম বিজ্ঞানী প্রথম ক্যামেরা আবিষ্কার করেছিলেন !
প্রথম ক্যামেরা আবিষ্কার করেছিলেন এক মুসলিম বিজ্ঞানী, তাঁর নাম- “ইবনে হাইসাম “(Ibn Al Haytham)
Camera শব্দটি এসেছে আরবি শব্দ ” কামারা”হতে। প্রথম ক্যামেরার নামকরণ করেছিলেন মুসলিম বিজ্ঞানী গণ।
” ইবনে হাইসাম “একজন আলোকবিজ্ঞানী ছিলেন। তাঁকে বলা হয়- Father of Modern Optics.
প্রাচীনকালে গ্রিকরা বিশ্বাস করতো – আমাদের চোখ থেকে আলো বের হয়ে বস্তুর উপর পড়লে ,আমরা সেটা দেখতে পাই।কিন্তু সেটা ছিল ভুল।প্রথম” ইবনে হাইসাম” প্রমাণ করতে পেরেছিলেন যে- কোনো বস্তুর উপর আলো পড়ে প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসলে আমরা সেটা দেখতে পাই।
তিনিই প্রথম “পিন হোল ক্যামেরা “( pin hole camera) আবিষ্কার করেছিলেন। পরবর্তীতে ইউরোপীয়রা এই “পিন হোল ক্যামেরার” উন্নতি ঘটায়,এবং বিজ্ঞানী জাইস নতুন একরকম ক্যামেরা আবিষ্কার করলেন।