কোন সন্তানই মায়ের গর্ভ থেকে চোর ডাকাত হয়ে আসে না। ফুলের মত মাসুম বেগুনে হয়ে আসে। পরিবেশের কারণে সে চোর ডাকাত হয়। আতরআলার কাছে গেলে খুশবুর সুগন্ধ পাওয়া যায়। আর কামারের কাছে গেলে ধোঁয়ার গন্ধ নাকে আসে। তাই ভালো লোক ও যদি চোর ডাকাত সন্ত্রাসী চাঁদাবাজ এর সঙ্গে চলে তার অন্তরে কু প্রবৃত্তি খেয়াল পয়দা হবে। আর মন্দ ব্যক্তি যদি আল্লাহর সাথে চলে তার তওবা নসিব হয়ে আল্লাহ ওয়ালা হয়ে যায়।
সেজন্য বলা হয়- সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ।
নাফরমান দের উপর আল্লাহ কোন বালা-মুসিবত নাজেল করলে তাদের পাশে কোন নেককার লোক থাকলেও সে ওহার ভাগীদার হয়ে যায় । আর নেককার লোকদের উপর আল্লাহ পাকের রহমত নাযিল হলে তাদের সঙ্গে সম্পর্ককারি ওই রহমত পেয়ে যায়। যেমন কোন বিশিষ্ট মেহমানকে শাখা তারা বাতাস করলে আশেপাশে যারা থাকে তারা আরাম পায়।
হুজুর (সা:) বলেন-
যখন কোন উম্মত দুনিয়াকে বড় মনে করে তখন ইসলামের গুরুত্ব মর্যাদাবোধ তার অন্তর হতে বের হয়ে যায়। উম্মত আজ যে অবস্থায় নিপতিত হয়েছে, সফরের সম্বল রাস্তায় রেখে ভুল গাড়িতে উঠেছে।
আল্লাহপাক ইস আলাই সাল্লাম এর নিকট ওহী পাঠালেন-আমি তোমার উম্মতের 40 হাজার সৎ ব্যক্তি এবং 60 হাজার অসৎ ব্যক্তি কে একত্রে ধ্বংস করব।
তিনি আরজ করলেন- হে আল্লাহ, অসৎ লোক তো ধ্বংস হওয়ার উপযুক্ত কিন্তু সৎ লোকদের ধ্বংস হওয়ার কারণ কি?
আল্লাহ পাক বলেন- অসৎ লোকদের সাথে কেন তারা খোশ আমোদে একত্রে খানাপিনা করে। তাই আমি এদেরকে ধ্বংস করে দিব।
যে ব্যক্তি খালেছ ভাবে আল্লাহর দ্বীনের জন্য ক্যানভাস করবে, আল্লাহ পাক তার যাবতীয় প্রয়োজন কুদরতীভাবে মিটিয়ে দিবেন।
মানুষ কিভাবে পাপী হয়ে উঠে,কিভাবে পাপী হয়ে উঠে
Check Also
গাযওয়াতুল হিন্দ
গাযওয়াতুল হিন্দ নবীজি মুহাম্মদ ﷺ হিন্দুস্তানের যুদ্ধে বিষয়ে সাহাবাদের কি বলেছিলেন আপনি জানেন কি.? …