উপজেলা পরিষদ বোচাগঞ্জ, দিনাজপুর
৪নং আটগাঁও ইউনিয়নের বিষ্টপুর গ্রামের মোঃ লুৎফর রহমানের নিজ বাসভবনের গোয়াল ঘড়ে পারস্পরিক কলহের জেড় ধরে অজ্ঞাত সমাজের একদল নোংরা,হিংস্র,অমানুষরা রাতের আধারে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেন। অগ্নিকাণ্ডে ৩টি তরতাজা গরু, ৩টি ছাগল, অগ্নিদগ্ধে মারা যায়। ১টি গরু কোনমতে বেঁচে গেলেও শরীরের অনেক অংশ পুড়ে গেছে।
জনাব এ্যাডভোকেট মোঃ জুলফিকার হোসেন, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, এসময় ঘঠনাস্থল পরিদর্শন করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন সহ যারা এই অপরাধ কার্যক্রম করেছে তারা যেন আইনের হাত থেকে পালাতে না পারে এ বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মহোদয় লুৎফর রহমানের পাশে থেকে যাবতীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
-
- এই ভুল আপনি করবেন না, নিজেকে শুধরে নিন।
- মহানবী (সা:) যা বলেছেন, আপনি মুসলিম হলে এগুলো আপনার জানা ফরজ।।
- জীবন গড়ার ঐতিহাসিক কথা।
- সেতু নির্মাণে কাঁটা মাথার আসল রহস্য।
- বিয়ের যাত্রীসহ ট্রেনের নিচে মাইক্রোবাস।
- যেমন কর্ম তেমন ফল।
- জীবন সংকটে মধ্যে। হে আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন।
- টেলিভিশন দেখে এ কি পরিণাম। সময় থাকতে আপনি সাবধান।
- গোস্বা বা রাগ এর প্রতিকার।
- মানুষ কিভাবে পাপী হয়ে উঠে।
- দোয়া কবুল না হওয়ার কারণ।
- মূল্যবান চোখের জল।
- কঠিন বিপদ থেকে বাঁচার উপায়।
- মিথ্যা ও গীবত এর ভয়ংকর পরিণাম
- হিংসা প্রসঙ্গে
- যা ঘটেছিল লাশবাহী ট্রাক এ।
- শিশুর মাথা কাটা লাশ উদ্ধার, ইমামের ছদ্মবেশে জল্লাদ লুকিয়েছিল মসজিদে।
- কুমিল্লা শিক্ষা বোর্ড এর অজানা তথ্য 99%লোকেই জানেনা।
- কুমিল্লার জজ কোটের ভিতর বিচারকের সামনে হত্যা।
- বিজাতির নির্যাতনে প্রাণ হারালো মুসলিম ভাই তাবরেজ