মানুষ কতটা নিচে নামলে পশুর মত আচরণ করে।

 

উপজেলা পরিষদ বোচাগঞ্জ, দিনাজপুর
৪নং আটগাঁও ইউনিয়নের বিষ্টপুর গ্রামের মোঃ লুৎফর রহমানের নিজ বাসভবনের গোয়াল ঘড়ে পারস্পরিক কলহের জেড় ধরে অজ্ঞাত সমাজের একদল নোংরা,হিংস্র,অমানুষরা রাতের আধারে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেন। অগ্নিকাণ্ডে ৩টি তরতাজা গরু, ৩টি ছাগল, অগ্নিদগ্ধে মারা যায়। ১টি গরু কোনমতে বেঁচে গেলেও শরীরের অনেক অংশ পুড়ে গেছে।

জনাব এ্যাডভোকেট মোঃ জুলফিকার হোসেন, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, এসময় ঘঠনাস্থল পরিদর্শন করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন সহ যারা এই অপরাধ কার্যক্রম করেছে তারা যেন আইনের হাত থেকে পালাতে না পারে এ বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মহোদয় লুৎফর রহমানের পাশে থেকে যাবতীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

 

 

 

 

 

 

 

About regulartechbd

Check Also

মুসলিম বিজ্ঞানী প্রথম ক্যামেরা আবিষ্কার করেছিলেন !

মুসলিম বিজ্ঞানী প্রথম ক্যামেরা আবিষ্কার করেছিলেন !

মুসলিম বিজ্ঞানী প্রথম ক্যামেরা আবিষ্কার করেছিলেন ! প্রথম ক্যামেরা আবিষ্কার করেছিলেন এক মুসলিম বিজ্ঞানী, তাঁর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *