আমরা অনেকেই বিড়ালের এ আচরণটির সঙ্গে পরিচিত। আমরা দেখি বিড়াল মাটিতে বা বালুতে গর্ত করে সেখানে মল ত্যাগ করে এবং পরে তা ঢেকে দেয়।
বিশেষজ্ঞরা বলেন, বিড়াল তার পদচারণার চিহ্ন লুকাতে চায়। শত্রুরা যেন তার অবস্থানের জায়গা সম্পর্কে জানতে না পারে সেজন্যই বিড়ালের এ পদক্ষেপ। আর, উন্মুক্ত মল থেকে গন্ধ ছড়ায় এবং তা তার শক্তিশালী প্রতিপক্ষকে উপস্থিতি জানিয়ে দিতে পারে!!! আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন।