বিয়ের যাত্রীসহ ট্রেনের নিচে মাইক্রো বাস।

মৃত্যু কত নিকটে. তবু আমরা এত নিশ্চিত ভাবে থাকি, মনে হয় মৃত্যু আমাদের বলে আসবে।

মাইক্রো বাসের ভিতরে বিয়ের যাত্রী। বর কনেসহ ভিতরে মোট ১৩ জন ছিল। ১০ জন মারা যায় ( বর-কনে সহ)
বাকী ৩ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। রাজশাহী থেকে ছেড়ে আসা পদ্মা ট্রেনের সাথে মাইক্রোবাসের সংঘর্ষে আজ সোমবার সন্ধ্যা ০৬ঃ২৫ মিনিটে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার সলপ ইউনিয়নে এক অঘোষিত রেলক্রসিং-এ এই দুর্ঘটনা ঘটে। মৃতদের আল্লাহ শাহাদাতের মর্তবা দান করুন।

আমাদের চোখের সামনেই হয়, আমরা দেখি, অতঃপর ভুলে যাই। নিজেকে অমর ভেবে আত্মতুষ্টির রঙিন ক্যানভাসে কল্পনার ছবি আঁকতে থাকি।

আজকে যার বাসর ঘর হওয়ার কথা ছিল, তার ঠিকানা আজকে ক্ববর ঘরে। যে স্বামী আজকে তার স্ত্রীর সাথে থাকার কথা ছিল – অথচ তাকে বিচ্ছিন্ন হয়ে মাটির ঘরে অনন্তকালের জন্য চলে যেতে হচ্ছে।



অদ্ভুত আমাদের এই জীবন, মৃত্যু কতোটা কাছে এই আমাদের। অথচ কতোটা ভাবলেশহীন এই আমি।
আল্লাহ মৃতদের ক্ষমা করে দিও, সাথে আমাদেরও হেদায়েতের পথে চলা সহজ করে দিও




  1. কুমিল্লা জজ কোটের ভিতর বিচারকের সামনে হত্যা, বিচলিত সারাদেশ।
  2. জীবন গড়ার ঐতিহাসিক কথা
  3. সেতু নির্মাণে কাঁটা মাথার আসল রহস্য।

About regulartechbd

Check Also

মুসলিম বিজ্ঞানী প্রথম ক্যামেরা আবিষ্কার করেছিলেন !

মুসলিম বিজ্ঞানী প্রথম ক্যামেরা আবিষ্কার করেছিলেন !

মুসলিম বিজ্ঞানী প্রথম ক্যামেরা আবিষ্কার করেছিলেন ! প্রথম ক্যামেরা আবিষ্কার করেছিলেন এক মুসলিম বিজ্ঞানী, তাঁর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *