অনেক সাধনার পরে অবশেষে সেমিফাইনালে পা রাখতে যাচ্ছেন বাংলাদেশ। দেশ ছাড়ার আগে দেশবাসী ও খেলোয়াড়দের স্বপ্ন ছিল সেমিফাইনাল খেলে আসবেন, এখন পর্যন্ত বাংলাদেশে নিজের স্বপ্ন ধরে রাখতে পেরেছেন। বাংলাদেশের হাতে আছে দুটি ম্যাচ। প্রথম ম্যাচ ভারতের সাথে আর দ্বিতীয় ম্যাচ পাকিস্তানের সাথে। এ দুটি ম্যাচ জয়ের মাধ্যমে বাংলাদেশ সেমিফাইনালে পা রাখতে পারে।
অপরদিকে ইংল্যান্ড যদি বাকি ম্যাচগুলো হেরে যায় তাহলে বাংলাদেশের জন্য সৌভাগ্যের একটি দিক খোলা থাকবে। তা হল এই দুটি ম্যাচ থেকে একটি ম্যাচে জয় পেলেই চলবে। কিন্তু এই সৌভাগ্যের তারা খুবই দূরে,অমাবস্যা এসে তলিয়ে দিতে পারে।
এবার যারা সেমিফাইনাল খেলার সৌভাগ্য অর্জন করেছেন তারা হল:-
১/অস্ট্রেলিয়া,
২/ নিউজিল্যান্ড.
৩/ভারত.
আমরা আশাবাদী এই দলগুলোর সাথে বাংলাদেশ ও সেমিফাইনাল খেলবে ইনশাআল্লাহ।
বাংলাদেশের জন্য শুভকামনা।
(আপনার মতামত কমেন্টে জানিয়েে দিন।)
Check Also
রিলিজ হওয়া মুভি দেখুন সবার আগে ফ্রিতে।How to download new all movies
আজ আপনাদের যে ওয়েবসাইটের কথা বলব। সেখানে আপনারা নতুন পুরাতন সব ধরনের(hollywood,bollywood,hindi dubbed) মুভি পাবেন। …