ফ্রি তে চলো বাংলাদেশ টি-শার্ট জিতে নিন গ্রামিণ সিমে মাএ ২০৯ রিচার্জে
যে কোনো গ্রামিণ সিমে মাএ ২০৯ রিচার্জে জিতে নিন চলো বাংলাদেশ টি-শার্ট।
এই অফার নিয়ার জন্য সকাল ১০টা – রাত ১০টার মধ্যে মাই জিপি অ্যাপ ,জিপি ওয়েব বা ইজিনেট এর মাধ্যমে ২০৯ টাকা রিচার্জ করতে হবে।
প্রতি ৩ মিনিটে সর্বপ্রথম যিনি ২০৯ টাকা রিচার্জ করবেন, তিনি পাবেন একটি চলো বাংলাদেশ টি-শার্ট ফ্রি
প্রতি প্রতি ঘন্টায় ২০ জন পাবে চলো বাংলাদেশ টি-শার্ট এবং প্রতিদিন বিজয়ী হবে ২৪০ জন।
অফার চলবে ১৪ মার্চ, ২০২০ পর্যন্ত।
অফার এর শর্ত
★ অফারটি পেতে গ্রাহককে মাই জিপি , জিপি ওয়েব বা ইজিনেট এর মাধ্যমে ২০৯ টাকা রিচার্জ করতে হবে
★ এই অফারটি শুধুমাত্র মাই জিপি , গ্রামীণফোন ওয়েব বা ইজিনেট এর মাধ্যমে রিচার্জ করলেই প্রযোজ্য হবে
★ রিচার্জকৃত এমাউন্ট গ্রাহকের মূল ব্যালেন্সর সাথে যোগ হবে
★ শুধুমাত্র সকাল ১০টা – রাত ১০টা পর্যন্ত রিচার্জ করলেই এই অফার এর জন্য বিবেচিত হবে
★ এই ক্যাম্পেইনে শুধুমাত্র “L” সাইজের টি-শার্ট পাওয়া যাবে।
★ ক্যাম্পেইন চলাকালীন একজন গ্রাহক (একটি মোবাইল নম্বর) একবারই বিজয়ী হতে পারবেন।
★ ক্যাম্পেইনে চলাকালীন প্রতি ৩ মিনিটে ১ম রিচার্জের ভিত্তিতে সর্বমোট ২৪০০ গ্রাহককে (প্রতি ঘন্টায় ২০ জন এবং প্রতিদিন বিজয়ী ২৪০ জন) একটি আকর্ষণীয় ‘চলো বাংলাদেশি টি- শার্ট দিয়ে পুরস্কৃত করা হবে।
★ বিজয়ী গ্রাহককে রিচার্জের ৪ দিনের মধ্যে SMS এর মাধ্যমে টি-শার্ট ডেলিভারির সময় জানানো হবে।
★ ফ্লেক্সি পয়েন্ট বা অন্য কোনো চ্যানেল থেকে রিচার্জ করলে এই অফারটি প্রযোজ্য হবে না।