Pubg যারা খেলেন তারা সবাই তা kar98 এর সম্পর্কে মোটামুটি ধারণা আছে। আমরা সবাই মোটামুটি এটি ব্যবহার করতে পছন্দ করি। যদি এর মধ্যে একটি সুন্দর কালার থাকে তাহলে দেখতে খুব সুন্দর লাগবে। আর অনেকেই স্কিন গুলো ইউসিবি কিনে থাকে কিন্তু যাদের কাছে ইউসি নেই তারা স্কিন কিভাবে নেবে?তাই তাদের জন্য একটি নতুন ট্রিক নিয়ে এসেছি যার মাধ্যমে kar98 এর সুন্দর একটি স্কিন নিতে পারবেন।
চলুন শুরু করা যাক…..
এজন্য আপনাদের প্রথম একটি ভিপিএন(VPN) ডাউনলোড করতে হবে প্লে স্টোরে অনেক(vpn) ভিপিএন এর রয়েছে যার মধ্যে আমি আপনাদের সাথে বলব যে আপনারা (touch vpn) অথবা (solo vpn) ডাউনলোড করুন ডাউনলোড করার পর আপনারা বিপিন (vpn)এ ঢুকে আমেরিকা(United States) যাকে আমরা US বলে থাকি।
ওই কান্ট্রি সিলেক্ট করবেন এবং connect করবেন।
প্রবেশ pubg Mobile open করবেন, করার পর আপনারা ইভেন্ট(Event)”বাম পাশের নিচে একটি ছোট বক্স” এর মধ্যে ক্লিক করুন দেখবেন উপরে তিনটি অপশন রয়েছে তার মতে টাইম লিমিটেড(time limited) “মাঝখানের অপশন” ক্লিক করুন এর মধ্যে সামার চ্যালেঞ্জ(SUMMER CHALLENGE) একটি অপশন রয়েছে প্লে নাউ(PLAY NOW) ক্লিক করুন ক্লিক করার পর দেখবেন রিডিং রিভার আপনি অনেকগুলো আমাদের আইটেম দেখাবে. সাথে দেখবেন টায়ার ড্যাস আপনি যদি “SILVER”,” GOLD”,”PLATINUM”,”DAMION” কমপ্লিট করে থাকেন তাহলে আপনি এখান থেকে 5RP এবং SUMMER চ্যালেঞ্জ কয়েন COINS পাবেন এগুলো দিয়ে আপনি রিডিং রেওয়ার্ডস থেকে KAR98 সুন্দর স্কিন কিনতে পারবেন সাথে SCERL এর স্কিন কিনতে পারবেন এবং আপনার যদি RP মিশন কমপ্লিট হয়ে না থাকে তাহলে RP কার্ড কিনতে পারবেন সাথে একটি WHITE RABBIT SET কিনতে পারবেন রয়েছে আশা করি আপনারা এর মাধ্যমে KAR98 এবং SCERL স্ক্রীন নিতে পেরেছেন…..
এভাবে পাবজির আরো ট্রিক জানতে ক্লিক করুন .
teg: pubg mobile,pubg gun skin,free uc,kar98,