ফিনিক্স অরোরা | Phoenix Aurora

ফিনিক্স অরোরা | Phoenix Aurora

 

গভীর রাতে আইসল্যান্ডের কালদা নদীর তীরের সব অরোরা দর্শকরা যখন চলে গেছেন, তখন হঠাৎ এক পশলা চার্জিত কণা বায়ুমন্ডলে আছড়ে পড়ে এই ডানা মেলা ফিনিক্স পাখির মতো আকৃতির অরোরা ফুটিয়ে তুলে আকাশে এবং মুহূর্তটি ক্যামেরাবন্দি করেন Hallgrimur P. Helgason।
সৌর ঝড়ে সূর্য থেকে নিঃসৃত চার্জিত কণার প্রবাহ যখন পৃথিবীর ম্যাগনেটোস্ফিয়ারের গ্যাসের কণাকে আঘাত করে তখন গ্যাসীয় কণার ইলেকট্রন নিম্ন শক্তিস্তর থেকে উচ্চ শক্তিস্তরে স্থানান্তরিত হয়, কিছুক্ষণ পরে ইলেকট্রন আবার আলো রূপে শক্তি বিকিরণ করে নিম্ন শক্তিস্তরে নেমে আসে। এই বিকিরণের সম্মিলিত ফলই অরোরা বা মেরুজ্যোতি।
অক্সিজেন গ্যাসের কণাগুলো মেরুজ্যোতির সবুজ এবং নাইট্রোজেন গ্যাস নীল ও লাল বর্ণের সৃষ্টি করে।

About regulartechbd

Check Also

ক্লাসে মনোযোগী হবার ৮টি সহজ উপায়!

ক্লাসে মনোযোগী হবার ৮টি সহজ উপায়!

ক্লাসে মনোযোগী হবার ৮টি সহজ উপায়!  সরিয়ে ফেলো মনোযোগ নষ্টের হাতিয়ার: আমাদের ক্লাসে মনোযোগী হবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *