নিউক্লিয়ার ওয়েপনের চাবি ৭০ এর দশকের কম্পিউটার । জানলে অবাক হবেন
আপনি জানেন কি?
যুক্তরাষ্ট্রের নিউক্লিয়ার ওয়েপন অপারেট করার জন্য এখনও ৭০ এর দশকের আইবিএম-১ সিরিজের কম্পিউটার এবং আট ইঞ্চি ফ্লপিডিস্ক ব্যবহার করা হয়!!
প্রতিবছর এই মান্ধাতা আমলের সিস্টেম চালু রাখতে ব্যয় হয় ৬১ বিলিয়ন ডলার!!!
উল্লেখ্য ফ্লপিডিস্ক হচ্ছে আজকের পেনড্রাইভের দাদাভাই।৮ ইঞ্চি(২০০এমএম) ফ্লপিডিস্কগুলো প্রায় ২৩৭.২৫ কিলোবাইট(Kb) ডাটা ধারণ করতে পারে যা প্রায় ১৫ সেকেন্ড অডিও এর সমতুল্য।মানে ৩২ জিবি ডাটার জন্য প্রায় ১৩০,০০০ টি ফ্লপিডিস্ক লাগবে!!
(সর্বশেষ ৯০ দশকের আপডেট অনুযায়ী ৩.৫ ইঞ্চি ডিস্কের সর্বোচ্চ ধারণক্ষমতা ১.৪৪-২.৮ মেগাবাইট)
প্রশ্ন হচ্ছে কম্পিউটার সাইন্সের এই উৎকর্ষের যুগে কেন আধুনিক কম্পিউটার ব্যবহার করা হয় না?
আরে ভাই, একবার নিউক্লিয়ার ওয়েপন হ্যাক হলে কি হবে বুঝতে পারছেন?🐸
মান্ধাতা আমলের ঐসব কম্পিউটার ও ফ্লপিডিস্কে বাইরে থেকে কোনোভাবেই একসেক্স পাওয়া সম্ভব নয় হ্যাকারের জন্য,যা করার ভিতর থেকেই করতে হবে।
আর নিউক্লিয়ার ওয়েপনের সিকিউরিটি কেমন থাকবে সেটা তো জানেনই 😜
➡দ্রষ্টব্যঃ
কম্পিউটার নিয়ন্ত্রিত বেশিরভাগ সামরিক ডিভাইসে অপারেটিং সিস্টেম হিসেবে সবচেয়ে ইউজার ফ্রেন্ডলি OS উইন্ডোজ এক্সপি (অল্প কিছু ক্ষেত্রে মুক্ত অপারেটিং সিস্টেম লিনাক্স) ব্যবহার করা হয়।