নাসা যা করলো কল্পনা চাওলার সাথে,জানলে অবাক হয়ে যাবেন।

কল্পনা চাওলা এই নামটির সাথে হয়তো আপনি এতদিনে একবার হলেও পরিচিত হয়েছেন। ভারতের প্রথম মহিলা যে স্পেসে দিয়েছিলো।কিন্তু একটি ভুলের জন্য আর ফিরে আসতে পারিনি। প্রায় এইগল্পটা আমরা সকলেই জানি। আপনারা কি জানেন,কল্পনা চাওলার সাথে স্পেসে কি হয়ে ছিলো?

কল্পনা চাওয়ার জন্ম ১৭ মার্চ ১৯৬২ সালে,ভারতের হরিয়ানা শহর কার্নারে হয়েছিল। তিনি ছোট বেলা থেকেই প্লেনের ছবি আকতে পছন্দ করতো,আকাশের তারা দেখতেও অনেক পছন্দ করতেন। তিনি পান্জবের ইন্জিনিয়ার কলেজে পড়েছেন, তারপর তিনি USA এর UNIVERSITY OF TEXAS ও UNIVERSITY OF FLORIDA পড়া শেষ করেন। তারপর ২৬ বছর বয়সে তার স্বপ্ন পূরন হয়,তিনি নাসা(NASA) তে কাজ করার সুযোগ পায়। ১৯৯৭ সালে ১ম বার কল্পনা চাওলা স্পেস সেটাল কলম্বিয়া ওরানোর সুয়োগ পান। ২০০০সালে কল্পনা চাওলাকে ২য় স্পেস মিশনের জন্য নির্বাচন করা হয়েছিল,সঙ্গে আরো ৬জন ক্রু মেম্বার ছিল। কিন্তু কিছু টেকনিক্যাল সমস্যার কারনে মিশনটি বন্ধ হয়ে যায়। পরে ২০০৩ সালের ১৬ জানুয়ারি কল্পনা চাওলা আবার স্পেসে পৌছায়।তারপর তারা প্রায় ৮০টা এক্সপেরিমেন্ট করে,যার থেকে পৃথিবীর এবং স্পেস সম্মন্ধে অনেক অজানা তথ্য পাওয়া যায়। কিন্তু তাদের স্পেস লন্চ হওয়ার সময় পৃথিবীতে থাকতেই বড় সমস্যা হয়ে যায়, লন্চ হওয়ার পর স্পেস সেটেলের ভারি টেঙ্ক থেকে ফোর্ড ইন্চুলেন্টের একটি টুকরো ভেঙে যায়,এবং ওর বাকিটা বাম টুইনে ধাক্কা খায়। যে স্পেন সেটেলে কল্পনা চাওলা ও তার সঙ্গীরা যাচ্ছিলো তা ডেমেজ হয়ে যায়। কিছু ইন্জিয়ারদের মধ্যে খুব একটা প্রভার ফেলেনি।কল্পনা চাওলা ও তার সঙ্গীরা পৌছে যায় স্পেসে। দুঃখজনক বিষয় হলো নাসা(NASA)এই খবরটি কল্পনা চাওলা ও তার সঙ্গীদের জানতে দেয়নি তাদের পৃথিবীতে ফিরে আসার একমাত্র পথ বন্ধ হয়ে গেছে। পরে নাসা(NASA) বলেছে যে “যদি তাদের এই খারাপ খবরটা জানিয়ে দিতাম তালে তাদের কাজ করতে পারতো না।অর্থাৎ নাসা(NASA) নিজের কাজ উদ্ধারের কারনে সেই ৬জন আর কল্পনা চাওলার সবথেকে খারাপ খবরটি জানায়নি। ১৬দিন পর কাজ শেষ করে কল্পনা চাওলা ও তার সঙ্গীরা পৃথিবীতে আসার অভিযান শুরু করলো।কিন্তু পৃথিবীতে ফেরার সময় এর গরম বেসিস ওই গরম জায়গা দিয়ে স্পেস সেটেলের ভেতরে পুরো ভর্তি হয়ে যায়।আর এর জন্য স্পেস কপ্ট ইন্টারনাল স্ট্রাকচার নষ্ট হয়ে যায়। আর পুরো স্পেসটি টুকরো টুকরো হয়ে যায়।এই ঘটনা ১ ফেব্রুয়ারি ২০০৩ সালে হয়। এই দুর্ঘটনায় কল্পনা চাওলা ও তার সঙ্গীদের মৃত্যু হয়।

About regulartechbd

Check Also

পেগাসাস কি.?  পেগাসাস থেকে আপনার মোবাইল ফোন কে রক্ষা করার ৫টি গোপন টিপস।

পেগাসাস কি.? পেগাসাস থেকে আপনার মোবাইল ফোন কে রক্ষা করার ৫টি গোপন টিপস।

ফোন হ্যাক করা আজকের বিষয় নয়। এই নিয়ে বহু প্রমাণ ও অভিযোগ আগে পাওয়া গিয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *