দোয়া ও মোনাজাত কে ইবাদতের মগজ বলে। খাঁটি দিলে প্রার্থনা করলে আল্লাহ পাক তা অবশ্যই কবুল করবেন। নিশ্চয়ই তিনি ওয়াদার খেলাফ করেন না। আল্লাহ পাক তার অত্যন্ত লাজুক বান্দার খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা বোধ করেন। অনন্তকালের জন্য আমরা পরকালের দিকে চলে যাচ্ছি।
কবরের গাড়ি আসতেছে
নিশি যায় ফাকি দিয়া,
নিশিতে জাগিয়া রয়
আউলিয়া আম্বিয়া।
হে আল্লাহ, আমি কাঙ্গাল
তুমি দয়াল চিরদিন।
জীবনের শোধ হবে না
কখনো তোমার ঋণ।
আমরা আল্লাহ তায়ালাকেে জানি, কিন্তু পরিপূর্ণ ভাবে তাাকে মানি না। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম কে চিনি, কিন্তু পরিপূর্ণ ভাবে তাকে অনুসরণ করি না। আমরা কোরআন শরীফ তেলাওয়াত করি না, এবং কোরআন শরীফের উপর আমল করি না। আল্লাহ পাকের নেয়ামত খাই কিন্তু শুকরিয়া আদায় করি না। জানি জান্নাত হল অনুসরণ করিদের জন্য কিন্তু অনুসরণ করি না। জানি জাহান্নাম পাপীদের জন্য কিন্তু জাহান্নাম ভয়় করিনা। শয়তানকে শত্রু হিসেবে জানে তারপরও তার সাথে বন্ধুত্বব করি। খাহেশাত এবং দিলের কামনা বাসনাকে হাত দিয়ে দাফোন করি কিন্তুুু তা থেকে শিক্ষা গ্রহণ করি না। মৃত্যুকে মহাসত্য জানি কিন্তু পরকালের সামান জোগাড় করিনা। অন্যের দোষ ত্রুটি বলাবলি করি কিন্তু নিজের খারাপ কাজ গুলি বাদ দেই না।
Check Also
জিলহজ মাসের গুরুত্বপূর্ণ ফজিলত সমূহ।
জিলহজ মাস মানে হজের মাস। হজের তিনটি মাস শাওয়াল, জিলকদ ও জিলহজ। এর মধ্যে …