জোকারের সর্বমোট আয় জেনে নিন | Joker box office
*এ পর্যন্ত জোকারের আয় গ্লোবালি $737M আর ডমেস্টিক্যালি $247M।
*যা অতিক্রম করেছে ডিসির Wonder Woman ($409M), Suicide Squad ($421M), Justice League ($429M) & The Dark Knight ($469M) এর লাইফটাইম ওভারসিস কালেকশন!
* সর্বমোট $737M আয়ের মাধ্যমে মুভিটি ইতোমধ্যে ক্রস করেছে, JL ($658M), Man of Steel ($668M), Winter Soldier ($714M) এর লাইফটাইম কালেকশনকে।
*Constantine ($24.5M) এর লাইফটাইম গ্রসকে বিট করে জাপানে ডিসির এক নম্বর আয় করা মুভির তালিকায় উঠে গিয়েছে জোকার।
* ডেডপুলকে পেছনে ফেলে R-Rated মুভি হিসেবে ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি আয় করা মুভি হতে যাচ্ছে জোকার।
মুভিটা ১ বিলিয়ন ডলার আয় করলে Aquaman এর পাশাপাশি ডিসির ২য় মুভি হিসেবে জায়গা করে নিবে ১ বিলিয়ন ক্লাবে।
সবচেয়ে ভালো লাগছে, ওয়ার্নার ব্রোস তাদের ভুলগুলো শুধরে যে ডিসিকে আলোর পথ দেখাতে পারছে! ডিসির কাছে অনেক জোশ জোশ ক্যারেক্টার আছে, ডিসির ভবিষ্যতের পথ সুগম করতে হলে তাদের লাইভ অ্যাকশনে আনার কোনো বিকল্প নেই!