জেনে নিন পাবজির রাজা SHROUD এর জীবনী

The story of SHROUD
Michael Grzesiek,professional name Shroud.
লিখেছেনঃ Abu zahid
আমার মনে হয় না পৃথিবীতে এমন কোন গেমিং কোমিউনিটি আছে যারা জানে না শ্রাউড কে।প্রত্যেকটি গেইম লাভার এর কাছে শ্রাউড হলো গেমিং গড।ক্লাউড নাইন কে নিয়ে বিশ্বের সেরা হয় ওঠার যাত্রায় অন্যতম নায়ক দ্যা লিভিং লিজেন্ড শ্রাউড।
This is his story…
আজকের এই গেমিং গড শ্রাউড এর কারিগর হলেন তার বাবা।তিনি একজন ইঞ্জিনিয়ার অনেক কম্পিউটার ও গেইমস নিজ হাতে তৈরি করেছেন।কম্পিউটার ও গেমিং দুনিয়াকে তিনি অসম্ভব ভালোবাসতেন।তিনিই শ্রাউডকে গেমিং এর দুনিয়াতে নিয়ে আসেন।শ্রাউডের গেমিং লাইফ শুরু হয় কাউন্টার স্ট্রাইক এর মাধ্যমে।
২০১১ সালে রিলিজ হয় Twitch।Twitch এর মাধ্যমে অনেক গেইমার স্ট্রিমিং করতো।যাদের মধ্যে একজন ছিলেন Summit1G।শ্রাউড তার অসম্ভব ভক্ত ছিলো।তার থেকেই অনুপ্রানিত হয়ে শ্রাউড নিজেকে স্ট্রিম দুনিয়াতে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করেন।
এবং ২০১১ সালেই শুরু হয় তার স্ট্রীম যাত্রা।সে সময় তার কোন ভিউয়ারই ছিল না।প্রায় ১বছর পর্যন্ত মাত্র একজন ভিউয়ার নিয়ে তিনি স্ট্রিম কন্টিউনি করে যান।আর সেই একজন ভিউয়ার হচ্ছেন তিনি নিজেই।অনেক লম্বা সময় পার হয়ে যায় কিন্তু এই প্লাটফর্মে সফলতা ধরা দিচ্ছিলো না তাকে।কিন্তু তিনি হাল ছাড়েন নি।অবশেষে CS:GO থেকে তার প্রো ক্যারিয়ারে তার অগ্রযাত্রা শুরু হয়।
সেপ্টেম্বর১,২০১৪ শ্রাউড Cloud9 Counter Strike:global offensive এর সদস্য হন।শ্রাউডের অসাধারণ গেমিং স্কিল এর কারনে Dboorn শ্রাউডকে আমন্ত্রণ জানান Cloud9 এর মেম্বার হওয়ার।Cloud9 এর হয়ে তিনি অনেক টুর্নামেন্ট এ অংশ নেন।এবং বিশ্বমঞ্চে পরিচিতি পেতে শুরু করেন নর্থ আমেরিকার একজম ট্যালেন্টেড প্লেয়ার হিসাবে।শ্রাউড এর অসাধারণ স্কিল,আইকিউ দক্ষতায় মুগ্ধ হয়ে Cloud9 সীদ্ধান্ত নেয় শ্রাউড কে তারা যত্ন নিবে তার গেমিং স্কিল আরো ডেভলপের জন্য।অনেক বড় বড় স্ট্রীমার তাকে নিয়ে অপিনিয়ন দিতে শুরু করেন।
২০১৬ সালে Cloud9 শ্রাউড কে নিয়ে অংশ নেয় Dreamhack Bucharest এর মত বড় টুর্নামেন্ট এ যেখানে বিশ্বের টপ সেরা টীমদের সাথে কম্পিটিশন করতে হয় তাদের।যদিও সেই টুর্নামেন্ট এ তারা রানার্স আপ হয়।কিন্তু বিশ্বমঞ্চে Cloud9 এবং শ্রাউড নিজেদের যোগ্যতার পরিচয় রাখেন।বিশ্বের সব বড় বড় টীম তাদের সমিহ করতে শুরু করে।কিন্তু বড় টুর্নামেন্ট জিততে না পারার ক্ষুদা Cloud9 এর ঘাড়ে চেপে বসে।
একই বছর শেষের দিকে Cloud9 আরো এক বড় টুর্নামেন্ট এ অংশ নেয়।শ্রাউডের অবিশ্বাস্য গেমিং স্কিল এর কারনে প্রথম বারের মত বড় কোন টুর্নামেন্ট জয়ের স্বাদ পায় Cloud9।ESL pro league final 2016 এ SK gaming এর মত সেরা টিমকে ডিফিট করে টুর্নামেন্ট জিতে নেয় Cloud9।ইন্টারন্যাশনাল স্টেজে Cloud9 নর্থ আমেরিকার হয়ে রাজত্ব করতে থাকে।নিজের গেইমিং ডেভলপের পাশাপাশি শ্রাউড ছোট ও নিউ গেমারদেরও দেখা শোনা করেন তাদের গেমিং স্কিল ডেভলপের জন্য।
শ্রাউড Cloud9 ছেড়ে দেয়ার পর Cloud9 ছিল নর্থ আমেরিকার প্রথম টিম যারা একটি মেজর টাইটেল অর্জন করে নেয়।শ্রাউড তখন ছিল না কিন্তু Cloud9 এর এই অভাবনীয় সফলতার পেছনে সবচেয়ে বড় ইম্পেক্ট ছিল শ্রাউডের।তিনি C9 ছেড়ে যাওয়ার আগে অনেক প্রতিভা সম্পন্ন প্রো গেইমার তৈরি করে দিয়ে গেছেন C9 কে।শ্রাউডের ডেডিকেশন না থাকলে বিশ্বমঞ্চ হয়ত আজকে C9 কে চিনতো না।
নিজের ক্যারিয়ারে যেমন দেখেছেন সর্বোচ্চ সফলতা তেমনি কাটিয়েছেন অনেক কঠিন সময়ও।উত্থান পতন ত থাকেই।নিজের পার্ফমেন্স নিয়ে অনেক কঠিন সময়ও পার করেছেন তিনি।যখন তিনি সেরা পার্ফমেন্স দিতে পারছিলেন না তখন অনেকেই তাকে নিয়ে ট্রল করে।শ্রাউডের ফ্যান রা চাচ্ছিল তিনি যেন শুধু মাত্র CS এ ফোকাস করেন পার্ফেমেন্সে ফিরে আসার জন্য।কিন্তু শ্রাউড শুধু CS ছাড়াও অন্যান্য গেইম ও স্ট্রিম করতেন।এই বিষয়টাই তার ফ্যানদের পছন্দ হয় নি।যেহেতু Cloud9 এবং শ্রাউড পারফর্ম করতে পারছিল না,স্ট্রাগল করছিলো তাই ফ্যানরা চাচ্ছিল শ্রাউড যেন শুধু CS এ বেশি সময় ব্যয় করে।তাদের মত শ্রাউড অন্যান্য গেইম স্ট্রিম করে সময় নষ্ট করছে।তাই তারা শ্রাউডকে নিয়ে ট্রল শুরু করে।কিন্তু শ্রাউড তাদের কথায় বিন্দুমাত্র কর্নপাত করেন নি।কারন তিনি গেইম খেলতে ভালোবাসেন।শুধু মাত্র CS এর প্রতি তার ঝোক ছিল না।ছিল না ওয়ার্ল্ড টপ হওয়ার লোভ।তিনি শুধু চান গেইম ইঞ্জয় করতে।তার এই ব্যপারটাই তাকে অন্যান্য স্ট্রিমারদের থেকে আলাদা করে।তিনি কতটা কুল মাইন্ডে,শান্ত হয়ে গেইম এঞ্জয় করে সেটা তার স্ট্রিম দেখলেই বোঝা যায়।CS ছেড়ে Pubg তে বেশি ফোকাস করার অনেকেই তাকে গালমন্দ করে কিন্তু এই Pubg তাকে আরো পপুলারিটি দান করে।
C9 ছেড়ে দেয়ার পর শ্রাউড বেশি সময় ব্যয় করেন স্ট্রিমে।২০১৭ সালের মার্চে রিলিজ হয় এই সময়ের সেরা গেইম Player unknown battle ground।গেইমিং দুনিয়াতে স্ট্রোম এর মত আগমন হয় এবং শ্রাউডও দেরি করেন নি।চলে আসেন Pubg দুনিয়ায়।অবিশ্বাস্য হলেও সত্য যে তিনি যেই গেইমেই ফোকাস করে সেখাইনে অবিশ্বাস্য সফলতা পান।ইন্টেন্স ব্যাটালে তার সামনে বড় বড় Pubg গেইমাররা যেন কিছুই না।Chocotaco,DrDisrespect,Lurn এর মত স্কিল্ড প্লেয়াদের অনায়াসে হারিয়ে দেন শ্রাউড।
২০১৭ সাল থেকে ফুল টাইম পাব্জি স্ট্রিম শুরু করেন।
এর আগে তার এভারেঞ্জ ভিউয়ার ছিল ২০০০০।পাব্জি শুরু করার পর তার ভিউয়ার এভারেজ কখনো কমেনি শুধু বেড়েছে।মাত্র এক বছরের ব্যবধানে তার এভারেজ ভিউয়ার ৪০০০০+ এ এসে দাঁড়ায়।সাথে বাড়তে থাকে তার সাবস্ক্রাইবার।এত নেইম এন্ড ফেইম পাওয়ার পরেও তার এটিটূড বিহেইভিয়ার সেই ঠিক আগের মতই আছে যেমনটা শুরুতে ছিল।বিভিন্ন সময়ে শ্রাউড অনেক ছোট ছোট Twitch স্ট্রীমারদের হোস্টিং এর মাধ্যমে তাদের কন্ডিশন ইম্প্রুভে সাহায্যও করেছেন।
He is damn good at every game he plays!বড় ছোট সকল গেইমারদের কাছে তিনি এখন গেমিং গড।তিনি এই ব্র‍্যান্ড অর্জন করে নিয়েছেন।যেকোন গেইমাদের কাছে তিনি একজন ইন্সপিরেশন।

About regulartechbd

Check Also

গ্রাফিক কার্ড নতুন পরিবর্তন । New Graphic card in the World.

NVIDIA এর “সুপার” প্রবর্তনের জন্য অনেক রহস্য বাকি থাকতে পারে না। ভিডিওকার্ডস দাবি করেছে বিশদ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *