জীবাণু নাকি বীজাণু?
জীবাণু নাকি বীজাণু?
কোনটা সঠিক!!
করোনা ভাইরাসকে কি জীবাণু বলবো নাকি বীজাণু?**
________
জেনে নেই চলুন
________
বীজাণু ও জীবাণু
সংস্কৃত বীজাণু (বীজ+অণু) অর্থ (বিশেষ্যে) রোগ সৃষ্টি করে এমন অতি ক্ষুদ্র এককোষবিশিষ্ট জীবাণু, ব্যাকটেরিয়া (bacteria), রোগ সৃষ্টিকারী জীবাণু। কোরোনাভাইরাস একটি বীজাণু।
সংস্কৃত জীবাণু (জীব+অণু) অর্থ (বিশেষ্যে) খালি চোখে দেখা যায় না এমন অতি ক্ষুদ্র প্রাণী, ইংরেজিতে microbe।
পার্থক্য: জীবাণু রোগ সৃষ্টিকারী বা ক্ষতির হতে পারে আবার নাও হতে পারে। তবে বীজাণু সর্বদা রোগ সৃষ্টিকারী। অর্থাৎ সব বীজাণু, জীবাণু কিন্তু সব জীবাণু, বীজাণু নয়।
ণত্ববিধি: বানানে ণ কেন? অণু থেকে বীজাণু ও জীবাণু। অণু বানানে স্বাভাবিক ণ। ক্রিয়ামূলে ণ থাকলে তা থেকে উদ্ভূত সকল শব্দে ণ থাকে। তাই বীজাণু ও জীবাণু বানানে ণ। অনুরূপ: পরমাণু, অণুবীক্ষণ প্রভৃতি।
নিমোনিক: জীবাণু ও বীজাণুর মধ্যে কোনটি সর্বদা ক্ষতিকর এ নিয়ে সংশয় লেগে গেল কী করবেন? মনে করুন: পৃথিবীর সব জীব ক্ষতিকর নয়। তাই সব জীবাণুও ক্ষতিকর নয়। এজন্য এটির নাম জীবাণু।অন্যদিকে, সব বিষ ক্ষতিকর। তাই বিষের ‘ব’ দিয়ে নির্মিত বীজাণুও বিষের মতো সর্বদা ক্ষতিকর।
ড.আমিন স্যারের কাছ থেকে নেয়া।
আইডিয়াঃ
শুদ্ধ বানান চর্চা (শুবাচ)
থেকে।
ছবিঃসংগৃহীত