ছাদে বাগান করলে ১০ শতাংশ ট্যাক্স ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী কিছু দিনের মধ্যেই এই বিষয়ে পরিপত্র জারি করা হবে।
- আন্তঃমন্ত্রণালয় সভা শেষে বুধবার স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম সাংবাদিকদের এই কথা জানায়।
- স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ছাদে বাগান করলে সেখানে যেন মশা প্রজানন না করতে পারে সে দিকে নজর দিতে বলেছেন তাজুল ইসলাম। কারন পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেই ১০ শতাংশ ছার দেওয়া হবে। এর জন্য সিটি করপোরেশন নীতিমালা করে দিবে। বাগানের মাপ ও সব কিছু নির্দিষ্ট করে দেওয়া হবে।
- কোরবানির পশুর বর্জ ব্যবস্থাপনা বিষয়ে মন্ত্রী আরো জানায়, যে কোন জায়গায় পশুর হাট দেওয়া যাবে না। সারা দেখে কতটি হাট হবে সেটা অতি তাড়াতাড়ি জানানো হবে। এবং কোরবানির সময় আবর্জনা গুলো নির্দিষ্ট জায়গার ফেলার কথা বলেছেন। কোরবানির পশুর বর্জ্য পরিষ্কার করার জন্য প্রতিটি ওয়ার্ডে একটি করে সামাজিক টিম করা হয়েছে।