ছবি তুলে অংকের সমাধান করুন
আমরা সবাই প্রতিনিয়ত হিসাব নিকাশের জন্য অথবা অংকের সমাধানের জন্য ক্যালকুলেটর ইউজ করে থাকি।এক্ষেত্রে ক্যালকুলেটরে প্রথমে সংখ্যা টাইপ করতে হয় এরপর ক্যালকুলেটর টাইপ করা সংখ্যার সমাধান করে দেয়।যদি ক্যালকুলেটরে আমরা ভুল সংখ্যা টাইপ করি তাহলে ক্যালকুলেটর ভুল উত্তর দিবে।তাছাড়া দেখা যায় সব অংকের সমাধান সরাসরি ক্যালকুলেটর এর মাধ্যমে করা যায় না।
আজকে আপনাদেরকে এমন একটি এপ এর সাথে পরিচয় করিয়ে দিবো যেটা দিয়ে খুবই সহজে ছবি তুলে অংকের সমাধান করতে পারবেন। এপটির নাম হচ্ছে Super calculator যেটা প্লে ষ্টোর এ পেয়ে যাবেন।
এপটি ডাওনলোড করে ওপেন করার পর নিচের ছবিতে লাল দাগ দেয়া যে অপশনটি দেখতে পারছেন সেটায় প্রেস করুন
এখন দেখতে পাবেন যে আপনার মোবাইলের ক্যামেরা ওপেন হয়েছে।আপনি যদি ক্যামেরায় দেওয়া চতুর্ভৃূজ এংগেলটি যেকোনো অংকের উপর রাখেন তাহলে সাথে সাথে অংকটি স্ক্যান করে একটি সামাধান দিবে।
যতবড় অংক হওক না কেনো এই এপটি মাএ এক সেকেন্ডেই অংকের সমাধান করে দিবে।
তাছাড়া এই এপটি পরিছালন এর জন্য ইন্টারনেট কানেক্টশন প্রযোজ্য ।
Seriously
nice