গোস্বা বা রাগ ও একটি মারাত্মক ব্যাধি। রাগের দরুন মানুষ বেশিরভাগ ক্ষেত্রে ঠকে বসে। রাগের উত্তাল অবস্থায় কেউ কোন কাজ করলে তা বিরাট ক্ষতি বয়ে আনে। তা কখনো মৃত্যুর ভয় কে এড়িয়ে দেয়। দুনিয়াবী কোন বিষয়ে কারো উপর রাগ আনা নাজায়েজ।
রাগ এর প্রতিকার।
রাগ হইলে সর্বপ্রথম এই কাজটি করিবে , যাহার উপর রাগ এসেছে তাহাকে সম্মুখ হইতে হটাইয়া দিবে। সে যদি না সরে তবে নিজেই সেই স্থান হইতে চলিয়া যাইবে। অতঃপর ওই চিন্তা করিবে যে, সে আমার নিকট যতটা অপরাধী, আমি আল্লাহর নিকট এর চেয়ে বেশি অপরাধী। যেভাবে আমি ইহা কামনা করি যে, আল্লাহপাক যেন আমার অপরাধসমূহ ক্ষমা করিয়া দেয়। আমারও উচিৎ আমি তাহার অপরাধ ক্ষমা করিয়া দেই। মুখে বারবার আউযুবিল্লাহিমিনাশ শাইত্বনির রাজিম পড়তে থাকি। পানি পান করিবে, অজু করিবে। তোমাদের নিকট ইহা পছন্দনীয় যে আল্লাহ তায়ালা তোমার অপরাধসমূহ ক্ষমা করিয়া দেন? যদি তোমার ইহা পছন্দ করো তাহলে তোমাদেরও উচিত আল্লাহ তাআলার বান্দাকে ক্ষমা করিয়া দেওয়া। যেন ইহার প্রতিদানে আল্লাহতালা ও তোমার অপরাধসমূহ ক্ষমা করিয়া দেন।
হাদিসে আছে-
সে ব্যক্তি পালোয়ান নয় যে শত্রুকে ধরাশায়ী করিয়া ফেলে বরং পালোয়ান ওই ব্যক্তি যে স্বীয় রাগের উপর বিজয়ী থাকে। এবং রাগকে ধরাশায়ী করিয়া ফেলে।
আরেকটি হাদিসে আছে-
আল্লাহ তাআলার নিকট মুসলমানের পান করার জন্য সর্বাধিক উত্তম ঢোক হইল গোস্বার ঢোক।
মুত্তাকী বান্দা তাহারা, যাহারা খুশি ও আরাম-আয়েশের মধ্যেও এমনি এভাবে দুঃখ কষ্ট ও দরিদ্রতার মধ্যেও খরচ করে , অর্থাৎ কোন অবস্থায় আল্লাহকে ভুলে না এবং রাগ সংশোধন করে লোকদের অপরাধসমূহ ক্ষমা করিয়া দেয়।শুধু ক্ষমা করিয়া ক্ষান্ত হয়না বরং তাহার প্রতি অনুগ্রহ দয়ার আচরণ এবং উত্তম ব্যবহার করে।
রাগ এর প্রতিকার,গোস্বা বা রাগ এর প্রতিকার,