বেশ অনেক দিন ধরে আলোচনায় রয়েছে দেশের বিভিন্ন স্থানে সরকারি সাহায্যের পণ্য অবৈধভাবে মজুদ বা আত্মসাতের খবর। এবার রংপুরে ব্যবসায়ীর বাড়ির বক্স খাটের ভেতর থেকে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ১২৩৮ লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ।।
নগরীর মধ্য পার্বতীপুর এলাকার ব্যবসায়ী হানিফ মিয়ার বাড়ি থেকে বুধবার রাতে রংপুর মেট্রোপলিটন পুলিশ টিসিবির এসব ভোজ্যতেল উদ্ধার করে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।।
বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি অ্যান্ড মিডিয়া) উত্তম প্রসাদ পাঠক।
তিনি জানান, বুধবার রাতে নগরীর ১৭নং ওয়ার্ডের মধ্য পার্বতীপুর ঈদগামাঠ সংলগ্ন এলাকার একটি বাসায় অভিযান চালায় ডিবি পুলিশ। ওই বাসার ভিতরে অভিনব কায়দায় বক্স খাটের ভিতরে রাখা টিসিবির দুই লিটার তেলের ২৫৯টি এবং ৫ লিটারের ১৪৪টি বোতল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৯৯ হাজার ৪০ টাকা। এসময় বাসার মালিক হানিফ মিয়াকে ও মালামাল সরবরাহকারী লাল মিয়াকে আটক করে পুলিশ।
আটক ব্যক্তিরা টিসিবির ডিলারদের কাছ থেকে এসব পণ্য কম দামে ক্রয় করে কালোবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশে এসব তেল মজুত করে।