মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড,কুমিল্লা
পরিচিতিঃ কুমিল্লা শিক্ষাবোর্ড বাংলাদেশের মাধ্যমিক পর্যায়ে শিক্ষার প্রসার ও উন্নয়নে জড়িত শিক্ষাবোর্ড সমুহের মধ্যে উন্নতম।১৯৬২ সালে একটি সায়ত্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে কুমিল্লার প্রানকেন্দ্র কান্দির পাড়ে এটি অবস্থিত হয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য স্থানে এ শিক্ষা বোর্ডটি প্রতিষ্ঠিত হয়।
কার্যক্রমঃ প্রতিষ্ঠার শুরু থেকেই এই বোর্ডটি চট্রগ্রাম বিভাগের ১৫ টি জেলার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার প্রসার, উন্নয়ন, তত্বাবধান, জেএসসি, এসএসসি,এইসএসসি পরিক্ষার দায়িত্ব পালন করে আসছে।এমন অবস্থায় ১৯৯৬ সালে চট্রগ্রাম শিক্ষাবোর্ড ও ২০০১সালে সিলেট শিক্ষাবোর্ড চালু হলে এ বোর্ডএর কার্যক্রম ৩ ভাগে বিভক্ত হয়ে যায়।
চট্টগ্রামে চালু হলে বৃহওর কুমিল্লা,নোয়াখালী ও সিলেট জেলার মধ্যে সিমাবদ্ব হয়ে যায়। সিলেট শিক্ষাবোর্ড চালু হলে কুমিল্লা শিক্ষা বোর্ড এর কার্যক্রম কমে বর্তমানে বৃহত্তর কুমিল্লা, নোয়াখালী, চঁাদপুর, ব্রাক্ষণবাড়িয়া, ফেনী ও লক্ষীপর এ ৬ টি জেলায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লা এর কার্যক্রম চলমান আছে
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড,কুমিল্লা এর কার্যক্রমের সার্বিক তত্বাবধান ও পরিচালনায় মহামান্য রাষ্ট্রপ্রতি ও দুইজন সদস্য সহ মোট ১১ সদস্য নিয়ে গঠিত সরকার কর্তৃক অনুমদিত বোর্ড রয়েছে। বোর্ড প্রধান কার্যনির্বাহী হিসেবে শিক্ষা বোর্ড চেয়ারম্যান দায়িত্ব পালন করেন।
চেয়ারম্যান এর অধীনে প্রথম ও দ্বিতীয় শ্রেনীর মোট ২৮ জন তৃতীয় ও চতুর্থ শ্রেনীর মোট ৭১ জন কর্মকর্তা কর্মচারী বিভিন্ন পদে দায়েত্ব পালন করছেন।
বর্তমানে কুমিল্লা শিক্ষা বোর্ড এর নিবন্ধিত বিদ্যালয়ের সংখ্যা ১৯০০টি ও কলেজের সংখ্যা ৩৯৬ টি।
কুমিল্লা শিক্ষা বোর্ড এর জরুরি
নাম্বার -৭৬৩২৮
ফ্যাক্সঃ৭৬৪৩৮
ইমেইলঃ comillabord@gmail.com
ওয়েবসাইটঃ comillabord.govt.bd
ফেসবুকঃfacebook.com/comillaeducationbord
- বিয়ের যাত্রীসহ ট্রেনের নিচে মাইক্রোবাস।
- যেমন কর্ম তেমন ফল।
- জীবন সংকটে মধ্যে। হে আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন।
- টেলিভিশন দেখে এ কি পরিণাম। সময় থাকতে আপনি সাবধান।
- গোস্বা বা রাগ এর প্রতিকার।
- মানুষ কিভাবে পাপী হয়ে উঠে।
- দোয়া কবুল না হওয়ার কারণ।
- মূল্যবান চোখের জল।
- কঠিন বিপদ থেকে বাঁচার উপায়।
- মিথ্যা ও গীবত এর ভয়ংকর পরিণাম
- হিংসা প্রসঙ্গে