কুমিল্লার বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচার চলাকালীন সময়ে আসামী হাসান, পিতা শহীদুল্লাহ, গ্রাম- ভোজপুর পশ্চিম পাড়া, থানা- লাকসাম, জিলা- কুমিল্লা তার সহযোগী আসামীকে আদালতের সম্মুক্ষে আইঞ্জীবি ও অন্যান্য বিচারপ্রাথী লোকজনের সম্মুক্ষে ছুরিকাঘাত করে। ভিক্টিম তার জীবন বাচানোর জন্য বিজ্ঞ বিচারকের খাস কামড়ায় গিয়েও শেষ রক্ষা হয় নি। আসামি ভিক্টিমকে বিচারকের খাস কামড়ায় গিয়েও ছুরিকাঘাত করে। আসামীকে ততক্ষনাত নিরস্ত্র করা হয়।শেষ খবর অনুযায়ী ভিক্টিম ছেলেটি মারা গেছে।